Adenium Cultivation: অপরূপ সৌন্দর্য! যত্নও বেশি লাগে না! টাকা রোজগার করুন এই ফুল ফুটিয়ে
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Adenium Cultivation: অনেক দিন জল ছাড়াই বাঁচতে পারে। নিয়ম করে গাছে জল দেওয়ার ঝুট-ঝামেলা একেবারে পোহাতে হয় না। সেজন্য এই গাছকে অনেকে মরুর গোলাপ বলে।
বসিরহাট: কম যত্ন পরিচর্যায় অ্যাডেনিয়াম চাষে সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি স্বনির্ভর হতে পারেন। অ্যাডেনিয়ামের আদি জন্মস্থান দক্ষিণ-পূর্ব আফ্রিকার মরুভূমি। আমাদের দেশে সাধারণত শীতের পর থেকে শীতের আগে পর্যন্ত একটানা ফুল দিয়ে থাকে এই গাছ। বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে অ্যাডেনিয়াম এর জুড়ি মেলা ভার। অনেকেই বাড়ি, ছোট্ট ব্যলকনি বা ছাদ বাগানে কম পরিচর্যায় সুন্দর ফুলের জন্য ভরিয়ে তোলেন।
অ্যাডেনিয়াম ভীষণ রোদ প্রিয়। টানা রোদ সহ্য করতে পারে। নিয়ম করে প্রতিদিন গাছের গোড়ায় জল দেওয়ার প্রয়োজন নেই। দেখতেও অত্যন্ত সুন্দর। তবে শুধুমাত্র ফুলের জন্যই নয় অ্যাডিনিয়ামের সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে কান্ডও। অত্যন্ত কম পরিশ্রমে এই গাছ চাষ করতে পারবেন, কারণ এই গাছ প্রচুর কষ্টসহিষ্ণু। অনেক দিন জল ছাড়াই বাঁচতে পারে। নিয়ম করে গাছে জল দেওয়ার ঝুট-ঝামেলা একেবারে পোহাতে হয় না। সেজন্য এই গাছকে অনেকে মরুর গোলাপ বলে।
advertisement
advertisement
আরও পড়ুন: দলবদলে নজির! ব্যারাকপুরে সেই অর্জুন নাকি তৃণমূলের পার্থ? গঙ্গাতীরের শিল্পাঞ্চলে কী ফল হবে দেবদূতের?
অ্যাডেনিয়াম সৌন্দর্য থাকে নজরকাড়া। নিজের ছাদ বাগানকে বা ব্যালকনিকে সুন্দরভাবে সাজাতে কয়েকটি মরুগোলাপ রেখে দিতে পারেন। আর এই মরুগোলাপ অর্থাৎ অ্যাডেনিয়ামের চাহিদা বাড়ছে দিন দিন। বসিরহাট শহরের সাহানুর নার্সারিতে বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে এই অ্যাডেনিয়ামের। দিনের পর দিন এই গাছের চাহিদা বাড়ায় এই গাছের ডাল থেকে নতুন গাছ তৈরি সম্ভব। এর ফলে বাড়ি কিংবা বাগানের সৌন্দার্য বৃদ্ধির পাশাপাশি নতুন চারাগাছ তৈরি করে স্বনির্ভর হতে পারবেন বেকার যুবকরাও।
advertisement
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 18, 2024 7:22 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Adenium Cultivation: অপরূপ সৌন্দর্য! যত্নও বেশি লাগে না! টাকা রোজগার করুন এই ফুল ফুটিয়ে