Birbhum News: গরমে তারাপীঠ ঘুরতে যাচ্ছেন? জানুন পর্যটকদের জন্য কী কী ব্যবস্থা মন্দির কমিটির

Last Updated:

Birbhum News: তারাপীঠ মন্দিরে আগত পর্যটকদের কথা মাথায় রেখে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে মন্দির কমিটি। সেই বিষয়ে জেনে নেওয়া যাক।

+
মা

মা তারা

বীরভূম: বীরভূমের মধ্যে অবস্থিত রয়েছে তারাপীঠ। প্রত্যেকদিন এই তারাপীঠ মন্দিরে প্রায় কয়েক হাজার ভক্তের সমাগম ঘটে।বীরভূমের এই তারাপীঠ আসতে গেলে শিয়ালদা, হাওড়া অথবা কলকাতা স্টেশন থেকে ট্রেনে করে রামপুরহাট স্টেশন পৌঁছাতে হবে। নিজস্ব গাড়িতেও তারাপীঠ আসতে পারেন। সেই স্টেশন থেকে বেরিয়ে আপনি মাত্র ৪০ টাকা বিনিময়ে পৌঁছে যাবেন তারাপীঠে। রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠের দূরত্ব মাত্র ৯ কিলোমিটার।
মূলত বৈশাখ মাসের প্রথম দিক থেকে তাপমাত্রার পারদ বেশ উপরেই। মাঝে দুই এক দিন বৃষ্টিপাত হলেও তাপমাত্রা কমার কোনও বালাই নেই।ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তারাপীঠ মন্দিরে আগত পর্যটকদের কথা মাথায় রেখে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে মন্দির কমিটি। তবে তারাপীঠ আসার আগে একবার জেনে নিন ঠিক কী কী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মন্দির কমিটির তরফ থেকে।
advertisement
তারাপীঠ মন্দিরের এক সেবায়েত পুলক চট্টোপাধ্যায় জানান পর্যটকদের কথা মাথায় রেখে মন্দির কমিটির তরফ থেকে মাথায় শেড তৈরি করা হয়েছে। যার ফলে গরম থেকে রেহাই পাওয়া যাবে। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ফ্যান এবং ঠান্ডা জল এর ব্যাবস্থা করা হয়েছে।এছাড়াও যেহেতু মন্দির চত্বর পুরোটাই পাথর এবং মার্বেল দিয়ে তৈরি তাই এই গরমে পায়ে হেঁটে যাওয়ার সময় যেন গরম না লাগে, সেই কারণে চটের আসনের ব্যাবস্থা করা হয়েছে। এর পাশাপাশি যদি কোনও তীর্থযাত্রী অসুস্থ হয়ে পড়েন, তাঁর কথা মাথায় রেখে মন্দিরের মধ্যে স্বাস্থ্য পরিষেবার ব্যাবস্থা করা হয়েছে।
advertisement
advertisement
তবে যে শুধুমাত্র মন্দির কমিটির তরফ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেটা কিন্তু একেবারেই নয়। হোটেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে ভাড়ার ক্ষেত্রে অনেকটাই ছাড় দেওয়া হয়েছে। যেটা অন্যান্য বছর থাকে না। এর পাশাপাশি রামপুরহাট থেকে তারাপীঠ মন্দির যাওয়ার জন্য যে অটো ইউনিয়ন রয়েছে ইউনিয়নের তরফ থেকেও অনেক ক্ষেত্রে ভাড়া কম নেওয়া হচ্ছে। সব মিলিয়ে তারাপীঠে আগত পর্যটকদের কথা মাথায় রেখে হোটেলে অ্যাসোসিয়েশন,মন্দির কমিটি এবং অটো ইউনিয়নের তরফ থেকে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
advertisement
সৌভিক রায়
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: গরমে তারাপীঠ ঘুরতে যাচ্ছেন? জানুন পর্যটকদের জন্য কী কী ব্যবস্থা মন্দির কমিটির
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement