ঝর্ণার ধারে প্রেম করতে গিয়ে, হরপা বানে আটকে যুগল! দড়িতে ঝুলিয়ে উদ্ধার করল পুলিশ

Last Updated:

পুরুলিয়ার বামনি ফলসের নীচে বসে প্রেমে মশগুল হয়েছিলেন যুগলে ৷ ফুঁসে ওঠা ওই ঝর্ণা পেরিয়ে আসার কোনও পথ খুঁজে পাননি তাঁরা ৷

#পুরুলিয়া: নিরিবিলিতে প্রেম করার আর্দশ জায়গা ৷ গুরুজনদের চোখে পড়ার ভয় নেই ৷ আবার কাঙ্খিত নির্জনতাও সহজে মেলে ৷ পাশাপাশি, ঝর্ণার ধারে পাথরের উপর বসে, প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে প্রেমে আবিষ্ট হওয়ার মজাই আলাদা ৷ কিন্তু সেই পরিতৃপ্তি যে এমন উটকো বিপদ ডেকে আনবে তা কে জানত ?
পুরুলিয়ার বামনি ফলসের নীচে বসে প্রেমে মশগুল হয়েছিলেন কপোত-কপোতী ৷ বুঝতেও পারেননি হরপা বান আসতে চলেছে ওই ঝর্ণায় ৷ হঠাৎই বিপুল জলরাশিতে উপচে পড়ে নদী ৷ প্রবল জলচ্ছ্বাসের মধ্যে আটকে পড়েন যুগলে ৷ ফুঁসে ওঠা ওই ঝর্ণা পেরিয়ে আসার কোনও পথ খুঁজে পাননি তাঁরা ৷ এদিকে জলের তোড় বেড়েই চলেছে উত্তরোত্তর ৷
advertisement
অবশেষে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ ৷ এ পার থেকে ও পার পর্যন্ত দড়ি লাগানো হয় ৷ সেই দড়িতে ঝুলিয়ে কোনওক্রমে যুবক-যুবতীকে উদ্ধার করে পুলিশ ৷
advertisement
২০০৬-এ এই হরপা বানেই ৩ ছাত্রের মৃত্যু হয়েছিল ৷ ডাউরি খালে যাদবপুরের ৩ ছাত্রের মৃত্যু হয়েছিল ৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঝর্ণার ধারে প্রেম করতে গিয়ে, হরপা বানে আটকে যুগল! দড়িতে ঝুলিয়ে উদ্ধার করল পুলিশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement