হোম /খবর /দক্ষিণবঙ্গ /
দেওরের সঙ্গে গভীর প্রেম, একসঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা দেওর-বৌদির

দেওরের সঙ্গে গভীর প্রেম, একসঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা দেওর-বৌদির

দু’জনের অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতিবেশীদের দাবি, পরকীয়া প্রেম থেকে পারিবারিক অশান্তির জন্যই দু’জনে আত্মহত্যা করেছে।

  • Share this:

SUJIT BHOWMIK

#এগরা: ঘটনাস্থল এগরা শহরের এরেন্দা এলাকা। উদ্ধার যুবক-যুবতীর ঝুলন্ত দেহ! পরকীয়া প্রেম নিয়ে মানসিক টানাপোড়েনের জেরেই যুগলের আত্মহত্যা বলে পুলিশের প্রাথমিক ধারনা। জানা গিয়েছে, পূর্বমেদিনীপুর জেলার এগরা থানার এরেন্দাতে দু’জনের অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতিবেশীদের দাবি, পরকীয়া প্রেম থেকে পারিবারিক অশান্তির জন্যই দু’জনে আত্মহত্যা করেছে।

প্রতিবেশীরাই আজ সকালে প্রথম দেখতে পান গোবিন্দ বেরা (৩৫) নামের যুবক, সম্পর্কে এক বৌদি, যিনি তাঁর পরিবারের সদস্যা, গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে। মৃত বিবাহিত যুবতীর নাম লক্ষী সেনাপতি (২৮)। বাড়ি কাঁথি থানার মাজনার কাপাসদা গ্রামে। জানা গিয়েছে, স্বামী থাকলেও সম্পর্কে আত্মীয় ওই যুবকের সঙ্গে গোপনে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েছিলেন ওই যুবতী। যা নিয়ে স্বামীর সঙ্গে গন্ডগোল শুরু হয়। পরিণতি হিসেবে গলায় ফাঁস লাগিয়ে দু’জনে একসঙ্গে আত্মঘাতী হয়।  খবর পেয়ে ঘটনাস্থলে এসে এগরা থানার পুলিশ মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরকীয়া প্রেমের কারণে দুজনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোরগোল শুরু হয়েছে।

Published by:Simli Raha
First published:

Tags: Egra, Extra Marital Affair, Suicide