ভ্যালেন্টাইন্স ডে -তে ভিড় উপচে গেল বর্ধমানের কৃষ্ণসায়র পার্কে, প্রেমে ভাসল সবাই

Last Updated:

পালিত হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে (valentine's day)। সারা বছর ধরে এই একটা দিনের জন্য অপেক্ষা করে থাকেন প্রেমিক প্রেমিকরা।

Lovers celebrate valentine's day in krishnasayar park i purba bardhaman
Lovers celebrate valentine's day in krishnasayar park i purba bardhaman
#পূর্ব বর্ধমান: চলছে প্রেমের মাস। নিজের মনের মানুষের সঙ্গে একান্তে সময়  কাটাতে যুগলদের ভিড় লাভারস পয়েন্ট কৃষ্ণ সায়রে৷  চলছে প্রেমের মাস। রোজ ডে, কিস ডে (Kiss Day), টেডি ডে (Teddy day), প্রমিস ডে (Promise day), হাগ ডে (Hug Day),  কিস ডে (kiss day) এর পর পালিত হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে (valentine's day)। সারা বছর ধরে এই একটা দিনের জন্য অপেক্ষা করে থাকেন প্রেমিক প্রেমিকরা। চলে বিস্তর প্ল্যানিং।  দিনটা স্পেশ্যাল করে তুলতে নিজের মনের মানুষের সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত কাটাতে চান সকলে।
advertisement
এই প্রেমের মাসে সাত থেকে ১৩ তারিখ পর্যন্ত প্রেমিক-প্রেমিকারা নিজেদের মনের মানুষটিকে দিয়ে থাকেন নানা উপহার নানা প্রতিশ্রুতি। আর এর পরই ১৪  ফেব্রুয়ারি । সারাদিন ঘোরা খাওয়া-দাওয়া এসব নিয়েই মেতে থাকেন কপোত-কপোতীর। শুধুমাত্র এই দিনটাকে উপলক্ষ করে সেজে ওঠে পার্ক গুলিও। পার্কের গাছপালা ফুল তারাও যেন একে অপরকে ভালোবেসে দুলতে থাকে ।
advertisement
advertisement
পূর্ব বর্ধমানের (purba bardhaman) কৃষ্ণসায়র পার্ক হল যুগলদের অন্যতম ঠিকানা। বছরের অন্যান্য দিন ভিড় তো থাকেই । তবে ভ্যালেন্টাইনস ডে কে উপলক্ষ করে যুগলরা এসে হাজির হয় এই লাভারস পয়েন্টে। এদিন পার্কে কাওকে দেখা গেল একে অপরের হাত ধরে হাঁটতে তো কাওকে দেখা গেল  নিজের মনের মানুষটির সঙ্গে খুনসুটি করতে ।  কেউ আবার প্রপোজ করে ফেললেন ফিল্মি স্টাইলে । এভাবেই ভ্যালেন্টাইন্স ডে  (valentine's day) উপভোগ করলেন যুগলরা ।
advertisement
প্রতিবছরই এদিন কৃষ্ণসার পার্কে ভিড় করেন প্রেমিক প্রেমিকা। এ বছরও অন্যথা হল না তার । এদিনও কপোত কপোতীর ভিড় করলেন এই লাভারস পয়েন্টে ।
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভ্যালেন্টাইন্স ডে -তে ভিড় উপচে গেল বর্ধমানের কৃষ্ণসায়র পার্কে, প্রেমে ভাসল সবাই
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement