Lovely maitra - Saayoni Ghosh: ভোটার তালিকা সংশোধনে পথে নামলেন লাভলি মৈত্র ও সায়নী ঘোষ! জানুন

Last Updated:

Lovely maitra - Saayoni Ghosh: ভোটাররা বেইমান নয়, তাদের কাছে যাওয়ার বার্তা সাংসদ সায়নী ঘোষ ও বিধায়ক লাভলি মৈত্রর। বিধানসভা এলাকা জুড়ে আগামিকাল থেকেই ভোটার তালিকার সংশোধনে নেমে পড়ার বার্তা দুই নেত্রীর

+
সাংসদ

সাংসদ ও বিধায়ক 

দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েতে ভোটার তালিকার স্ক্রুটিনি পর্বে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সেখানে দেখা যাচ্ছে, লোকসভা ভোটের পর মাত্র সাত মাসে এই পঞ্চায়েতে ভোটার বেড়েছে প্রায় সাড়ে চার হাজার। এই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে প্রশাসনের অন্দরে। শুধু তাই নয়, এখানকার ভোটার তালিকায় নাম উঠেছে মুর্শিদাবাদ, মালদহ, শিলিগুড়ির মতো দূর এলাকার বাসিন্দাদের। এসব দেখে জেলার প্রশাসনিক কর্তাদের চক্ষু চড়কগাছ হওয়ার মতো অবস্থা। আর তাই এবার ভোটার তালিকা সংশোধন ও বুথ ভিত্তিক জনসংযোগ বাড়াতে বার্তা অভিনেত্রী বিধায়ক সাংসদের।
ভোটাররা বেইমান নয়, তাদের কাছে যাওয়ার বার্তা সাংসদ সায়নী ঘোষ ও বিধায়ক লাভলি মৈত্রর। বিধানসভা এলাকা জুড়ে আগামিকাল থেকেই ভোটার তালিকার সংশোধনে নেমে পড়ার বার্তা দুই নেত্রীর। পঞ্চায়েত ও পুর এলাকায় এই উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আলাদা দুটি কমিটিও। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একাধিক কর্মসুচির ঘোষণা করলেন বিধায়ক লাভলি মৈত্র।
advertisement
advertisement
বিধানসভা কেন্দ্রের প্রতিটি ওয়ার্ড ও পঞ্চায়েত অফিসে রাখা হবে অভিযোগ বাক্স। যেখানে এলাকার বাসিন্দারা তাদের নিজেদের দাবি দাওয়া, অভিযোগ লিখিতভাবে জানাতে পারবেন। এমনকি বিধায়কের নামে কোনও অভিযোগ থাকলে তাও জানাতে পারবেন। সোশ্যাল মিডিয়ায় প্রচারের জন্য একটি টিম গঠন করা হয়। এই টিম সরকার ও দলের নানা কর্মসূচি প্রচার করবে সোশ্যাল মিডিয়ায়। দলের কর্মী যারা অভিমান করে দূরে সরে আছে তাদের কাছে যাওয়ার বার্তা বিধায়ক ও সাংসদের।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lovely maitra - Saayoni Ghosh: ভোটার তালিকা সংশোধনে পথে নামলেন লাভলি মৈত্র ও সায়নী ঘোষ! জানুন
Next Article
advertisement
Khaleda Jia Health Update: অত্যন্ত সংকটজনক খালেদা জিয়া, দ্রুত আরোগ্যলাভের বার্তা পাঠালেন পাক প্রধানমন্ত্রী
অত্যন্ত সংকটজনক খালেদা জিয়া, দ্রুত আরোগ্যলাভের বার্তা পাঠালেন পাক প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংকটজনক অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি. বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানান, তাঁর হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ হয়েছে. পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ অনেকে সুস্থতা কামনা করেছেন. বিএনপি দেশজুড়ে প্রার্থনার আয়োজন করেছে.

VIEW MORE
advertisement
advertisement