Lovely maitra - Saayoni Ghosh: ভোটার তালিকা সংশোধনে পথে নামলেন লাভলি মৈত্র ও সায়নী ঘোষ! জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Lovely maitra - Saayoni Ghosh: ভোটাররা বেইমান নয়, তাদের কাছে যাওয়ার বার্তা সাংসদ সায়নী ঘোষ ও বিধায়ক লাভলি মৈত্রর। বিধানসভা এলাকা জুড়ে আগামিকাল থেকেই ভোটার তালিকার সংশোধনে নেমে পড়ার বার্তা দুই নেত্রীর
দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েতে ভোটার তালিকার স্ক্রুটিনি পর্বে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সেখানে দেখা যাচ্ছে, লোকসভা ভোটের পর মাত্র সাত মাসে এই পঞ্চায়েতে ভোটার বেড়েছে প্রায় সাড়ে চার হাজার। এই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে প্রশাসনের অন্দরে। শুধু তাই নয়, এখানকার ভোটার তালিকায় নাম উঠেছে মুর্শিদাবাদ, মালদহ, শিলিগুড়ির মতো দূর এলাকার বাসিন্দাদের। এসব দেখে জেলার প্রশাসনিক কর্তাদের চক্ষু চড়কগাছ হওয়ার মতো অবস্থা। আর তাই এবার ভোটার তালিকা সংশোধন ও বুথ ভিত্তিক জনসংযোগ বাড়াতে বার্তা অভিনেত্রী বিধায়ক সাংসদের।
ভোটাররা বেইমান নয়, তাদের কাছে যাওয়ার বার্তা সাংসদ সায়নী ঘোষ ও বিধায়ক লাভলি মৈত্রর। বিধানসভা এলাকা জুড়ে আগামিকাল থেকেই ভোটার তালিকার সংশোধনে নেমে পড়ার বার্তা দুই নেত্রীর। পঞ্চায়েত ও পুর এলাকায় এই উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আলাদা দুটি কমিটিও। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একাধিক কর্মসুচির ঘোষণা করলেন বিধায়ক লাভলি মৈত্র।
advertisement
advertisement
বিধানসভা কেন্দ্রের প্রতিটি ওয়ার্ড ও পঞ্চায়েত অফিসে রাখা হবে অভিযোগ বাক্স। যেখানে এলাকার বাসিন্দারা তাদের নিজেদের দাবি দাওয়া, অভিযোগ লিখিতভাবে জানাতে পারবেন। এমনকি বিধায়কের নামে কোনও অভিযোগ থাকলে তাও জানাতে পারবেন। সোশ্যাল মিডিয়ায় প্রচারের জন্য একটি টিম গঠন করা হয়। এই টিম সরকার ও দলের নানা কর্মসূচি প্রচার করবে সোশ্যাল মিডিয়ায়। দলের কর্মী যারা অভিমান করে দূরে সরে আছে তাদের কাছে যাওয়ার বার্তা বিধায়ক ও সাংসদের।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 01, 2025 8:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lovely maitra - Saayoni Ghosh: ভোটার তালিকা সংশোধনে পথে নামলেন লাভলি মৈত্র ও সায়নী ঘোষ! জানুন