Love Rejection: যা করিস কর, তা বলে প্রেমিকাকে ভাঙচি, উন্মত্ত প্রেমিক কেটে নিল নিজের বন্ধুর নাক, তারপর অন্ধকার রাস্তায়

Last Updated:

Love Rejection: অন্ধকারে মাটিতে সবাই খুঁজছে, কী জানেন, প্রেমে ভাঙচির অপরাধে নাক কেটে নিয়েছিল

প্রেমে ভাঙচি তাই বন্ধুর নাক কাটল  Photo- Representative
প্রেমে ভাঙচি তাই বন্ধুর নাক কাটল Photo- Representative
শান্তিপুর: বন্ধুর নিয়মিত মদ্যপান করার কথা হবু প্রেমিকাকে জানিয়ে প্রেমে ব্যাঘাত দেওয়ার অনুমানে, কামড়িয়ে নাক কেটে নেওয়ার অভিযোগ মদ্যপ বন্ধুর বিরুদ্ধে৷  কাটা নাক এবং রক্তাক্ত বন্ধুকে নিয়ে জোড়া দিতে অন্যান্য বন্ধুরা ছুটল হাসপাতালে। নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ প্রবাদ রয়েছে তবে প্রেমে ব্যাঘাত দেওয়ার অনুমানে এক বন্ধুর নাক কামড়ে উপড়ে নিল পাড়ারই মদ্যপ এক যুবক। অন্ধকারে মাটিতে পড়া নাক খুঁজে নিয়ে অন্য বন্ধুরা রক্তাক্ত বন্ধুকে কাঁধে তুলে নিয়ে ছুটল হাসপাতালে।
এমনই চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়ার শান্তিপুর শহরের ৮ নম্বর ওয়ার্ডের বেরপাড়া মনসাতলায়। সূত্রের খবর সেখানে গতকাল রাত্রে সরস্বতী পুজোর বিসর্জন হয়ে যাওয়ার পর চলছিল ক্লাব সদস্যদের খাওয়া-দাওয়া। পেছনে অন্ধকারে কয়েকজন কী করছিল তা জানা নেই যদিও অন্য সদস্যদের! এরই মধ্যে শুরু হয়েছিল বাগবিতণ্ডা!
নদিয়ার শান্তিপুর শহরের ৮ নম্বর ওয়ার্ডের বেরপাড়া মনসাতলায়
advertisement
advertisement
নদিয়ার শান্তিপুর শহরের ৮ নম্বর ওয়ার্ডের বেরপাড়া মনসাতলায়
জানা যায়, অরবিন্দ পাল নামে এক যুবক নাকি প্রতিবেশী রাজা সাধুখার নিয়মিত মদ্যপানের অভ্যাসের কথা জানিয়েছে তার হবু শ্বশুর বাড়িতে, আর তাতেই মেজাজ চটে, মদ্যপ অবস্থায় ঝাঁপিয়ে পড়ে প্রতিশোধ নিতে দুহাতে মাথার চুল ধরে এক কামড়ে উপড়ে ফেলল নাকের কিছুটা অংশ।
advertisement
অন্যান্যরা ছুটে আসার আগেই মুখে নাকের কাটা অংশটি অন্ধকারে মাটিতে ফেলে মুখে রক্ত নিয়ে উধাও হয় অভিযুক্ত রাজা। মাটিতে রক্তাক্ত অবস্থায় শুয়ে কাঁদতে থাকে অরবিন্দ, কিছু বন্ধু মোবাইলের ফ্ল্যাশ জ্বেলে খুঁজতে থাকে নাক এবং সেটি মিলেও যায়।
advertisement
এরপর পরিবারে খবর দিয়েই যখন ওই যুবককে নিয়ে দ্রুত পৌঁছে যায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে, সেখানেই পৌঁছায় যুবকের বাবা অসিত পাল এবং পরিবারের অন্যান্য সদস্যরা। শান্তিপুর হাসপাতালে প্লাস্টিক সার্জারির কোনও ব্যবস্থা না থাকার কারণে এবং অরবিন্দর শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ার কারণে চিকিৎসকরা কল্যাণী জে এন এম হাসপাতালে স্থানান্তরিত করার কথা জানালেও পরিবার থেকে কলকাতায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে শান্তিপুর থেকে যাওয়ার সময় বিশেষ সংরক্ষণের মাধ্যমে কাঁটা ওই নাক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঙ্গে দিয়ে দেওয়া হয়।
advertisement
অন্যদিকে পরিবারের সদস্যরা গোটা বিষয়টি পুলিশকে জানালে এবং পরবর্তীতে পাড়ার ছেলেদের সঙ্গে নিয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানানোর কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত রাজাকে খুঁজে করে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে অভিযুক্ত রাজার বিরুদ্ধে আরও একটি অভিযোগ জমা করে স্থানীয় এক চপ বিক্রেতা গদাই মালাকারকে মারধোরের। তবে কাউন্সিলর প্রতিনিধি সঞ্জয় কর জানান গতকাল রাতেই তার নাক অস্ত্র প্রচারের মাধ্যমে জোড়া লাগানো হয়েছে সে এখন কিছুটা সুস্থ।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Love Rejection: যা করিস কর, তা বলে প্রেমিকাকে ভাঙচি, উন্মত্ত প্রেমিক কেটে নিল নিজের বন্ধুর নাক, তারপর অন্ধকার রাস্তায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement