Durga Puja 2024: যোগান কম! দুর্গাপুজোয় পদ্ম সংকট, জেলার পদ্ম যাচ্ছে না বিদেশে
- Reported by:Saikat Shee
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Lotus Crisis: বর্ষা -বন্যায় উৎপাদন কম, পুজোর বাংলায় পদ্মের ঘাটতি মেটাতে ভরসা পার্শ্ববর্তী রাজ্য ওড়িশা
পাঁশকুড়া: বাঙালির বড় উৎসব দুর্গাপুজো কয়েকদিন পরেই। দুর্গাপুজোয় অপরিহার্য পদ্মফুল। পদ্মফুল ছাড়া সম্পন্ন হয় না দুর্গা পুজো। দুর্গাপুজোয় সন্ধিপুজোর সময় ১০৮ টি পদ্মফুল দ্বারা পূজিত হয় দেবী দুর্গতিনাশিনী। কিন্তু এবার প্রকৃতির খামখেয়ালিপনায় দুর্গাপুজোয় পদ্মফুলের সংকট দেখা দিয়েছে। এবার আর বিদেশ যাচ্ছে না পূর্ব মেদিনীপুর জেলার পদ্মফুল। বন্যার কারণে নষ্ট হয়েছে পদ্মচাষ। ফলে পূর্ব মেদিনীপুর জেলায় পদ্মফুলের সংকট। বর্ষা -বন্যায় উৎপাদন কম, পুজোর বাংলায় পদ্মের ঘাটতি মেটাতে ভরসা পার্শ্ববর্তী রাজ্য ওড়িশা।
পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তজুড়েই পদ্মফুলে চাষ হয়। বাংলার দুর্গাপুজোয় পদ্মফুলের বড় যোগান পূর্ব মেদিনীপুর জেলা থেকেই। এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার পদ্ম ব্যবসায়ীরা বিদেশের দুর্গাপুজা গুলিতে ফুলের যোগান দেয়। প্রতিবছর মহালয়ার এক দুদিন আগে থেকেই বিদেশে পদ্মফুল পাঠানোর ব্যস্ততা লক্ষ্য করা যায়। কিন্তু এবারের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। অতিবৃষ্টি ও বন্যার কারণে জেলা জুড়ে পদ্ম চাষ নষ্ট হয়েছে। ফুলের যোগান অত্যন্ত কম। রাজ্যের মার্কেটে ফুল দিতে হিমশিম খাচ্ছে জেলার পদ্ম ব্যবসায়ীরা। এরকম অবস্থায় বিদেশে ফুল পাঠানোর চিন্তাভাবনা প্রায় ছেড়েই দিতে হচ্ছে। জেলার পদ্ম ব্যবসায়ীদের এখন ভরসা পার্শ্ববর্তী রাজ্য ওড়িশার পদ্মফুল।
advertisement
আরও পড়ুন: মায়ের অপমানের কষ্ট দূর করতেই শুরু পুজো, প্রাচীন শারদোৎসবের বয়স পেরিয়েছে ৪০০ বছর
সন্ধিপুজোয় দেবী দুর্গার চরণে ১০৮ টি পদ্ম নিবেদন করা হয়। এবার ১০৮ টি পদ্মের জোগাড় করতে গিয়ে কালঘাম ছুটছে ফুল চাষি, ব্যবসায়ী থেকে শুরু করে পুজো উদ্যোক্তাদের। পদ্মের জন্য আগাম বায়না ধরে বিপাকে পড়েছেন পদ্মচাষি ও বিক্রেতারা। আর আগেভাগে বায়না দিয়েও উৎপাদন ঘাটতির কারণে এখন বাড়তি মূল্য খরচ করতে হচ্ছে উদ্যোক্তাদের। জেলার প্রায় সর্বত্রই পদ্ম চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অতিবৃষ্টি ও বন্যায় পরিস্থিতির জন্য প্রায় সর্বত্র প্লাবিত হয়েছে পদ্মের ক্ষেত। এছাড়া গুণমান নষ্ট হয়েছে ফোটা ফুলের। এই পরিস্থিতিতে পদ্মের বায়না মেটাতে এলাকার ফুল চাষি ও ব্যবসায়ীদের নির্ভর করতে হচ্ছে পড়শি ওড়িশা রাজ্যের ওপর।
advertisement
advertisement
আরও পড়ুন: ফুলের উপত্যকায় এবার ফুল ফুটবে দেরিতে! চাহিদা থাকলেও অমিল থাকবে প্রয়োজনে
বর্তমানে বাজারে এক একটি পদ্মের দাম রয়েছে ২০ – ৩০ টাকা। পুজোয় এই দাম ৫০ – ৬০ টাকা হবে বলে জানাচ্ছেন ফুল ব্যবসায়ীরা। খুচরো বাজারে তা আরও বাড়বে। এক পদ্মচাষি ও পদ্ম ব্যবসায়ী জানান, ভাল উৎপাদনের আশায় ৫০ হাজার ফুলের আগাম বায়না ধরেছিলেন। কিন্তু এখন ঠিক পুজোর সপ্তাহখানেক আগে বায়নার ফুল জোগাড় করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাঁকে। শেষ ১ মাস ধরে নিজের ক্ষেত থেকে ৫ হাজার মতো পদ্মকুঁড়ি সংগ্ৰহ করে মজুত করেছেন হিমঘরে। খুব বেশি হলে আরও ৫ হাজার পদ্ম সংগ্রহ হবে নিজের ক্ষেত থেকে। বাকি ফুল তাঁকে আমদানি করতে হচ্ছে ওড়িশার সম্বলপুর থেকে।’প্রতিবছর বাড়তি লাভের আশায় বিদেশে পদ্মফুল পাঠাতেন ব্যবসায়ীরা। এবার বাড়তি লাভের আশা ছেড়ে বাংলায় ফুল যোগান দিতে হিমশিম হচ্ছে ব্যবসায়ীদের।
advertisement
দুর্গা পুজো ২০২৪, ফিচার , পুজো 360, পুজো ইন্টিরিয়র, পুজোর রেসিপি, দুর্গা পুজোর ভ্রমণ, বনেদি বাড়ির পুজো, জেলার পুজো, অন্য পুজো
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 03, 2024 3:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024: যোগান কম! দুর্গাপুজোয় পদ্ম সংকট, জেলার পদ্ম যাচ্ছে না বিদেশে









