Lottery: সংসার টানতে চালাতেন টোটো! ফিরে এসেছিলেন মত্যুর মুখ থেকে, সেই সিভিক ভলান্টিয়ারই আজ কোটিপতি

Last Updated:

গোটা পরিবারের দায়িত্ব একাই কাঁধে তুলে নিয়েছেন সীমন্ত। ২০১৩ সালে সিভিক ভলান্টিয়ারের চাকরি পান তিনি। আর এবার তিনি হয়ে গেলেন কোটিপতি।

+
কোটিপতি

কোটিপতি পুরুলিয়ার সিভিক ভলান্টিয়ার!

পুরুলিয়া, শান্তনু দাস: লটারি কেনা তার নেশা নয়। তবে মাঝেমধ্যে ভাগ্য বদলানোর আশায় একটা-দু’টো টিকিট কেটে নিতেন পুরুলিয়া জেলার নিতুড়িয়া থানার সিভিক ভলান্টিয়ার সীমন্ত মণ্ডল। কখনও ভাবেননি এই সামান্য চেষ্টাই একদিন তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। মাত্র ১৫০ টাকায় কেনা একটি লটারি টিকিট। আর তাতেই এক ঝটকায় খুলে গেল সীমন্তর কপাল! কোটি টাকার লটারি জিতে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন তিনি। হঠাৎ পাওয়া এই সাফল্যে সীমন্ত মণ্ডল আনন্দে এখন বাকরুদ্ধ। বাস্তবকে যেন এখনও স্বপ্ন বলে মনে হচ্ছে তার।
নিতুড়িয়ার বড়তোড়িয়া গ্রামের বাসিন্দা সীমন্তর পারিবারিক অবস্থা খুব একটা সচ্ছল নয়। সংসারে রয়েছেন স্ত্রী, বাবা-মা, দুই সন্তান ও ভাই। গোটা পরিবারের দায়িত্ব একাই কাঁধে তুলে নিয়েছেন সীমন্ত। ২০১৩ সালে সিভিক ভলান্টিয়ারের চাকরি পান তিনি। কিন্তু সেই চাকরির বেতনে সংসার চলত না। তাই বাড়তি আয়ের জন্য এক সময় টোটো চালাতেও হয়েছে সীমন্তকে। টোটো চালানোর সময় একদিন সীমন্তের জীবনে নেমে আসে কালো ছায়া। এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার মুখোমুখি হন তিনি। সরবড়ি মোড়ের দিকে যাচ্ছিলেন টোটো নিয়ে। হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক এসে সজোরে ধাক্কা মারে তার টোটোতে। টোটোতে থাকা তিনজন যাত্রী সেখানেই প্রাণ হারান। সীমন্ত গুরুতর আহত হলেও আশ্চর্যজনকভাবে প্রাণে বেঁচে যান। সেই দিনের কথা আজও তার গায়ে কাঁটা দেয়।
advertisement
advertisement
আর এই কঠিন বাস্তবতার মাঝেই হঠাৎ এক দিনের সিদ্ধান্ত বদলে দিল সবকিছু। কোটিপতি হয়ে এখন সীমন্তর চোখে শুধুই স্বপ্ন নিজের পরিবারের জীবনে একটু স্বস্তি আনার। ছেলেমেয়েদের ভবিষ্যৎ গড়ার। নিজের পরিবার ছাড়াও সমাজের পিছিয়ে পড়া মানুষদেরও পাশে দাঁড়াতে চান পুরুলিয়ার সীমান্ত।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সীমন্ত মণ্ডলের এই গল্প শুধুমাত্র এক জনের ভাগ্যবদলের কাহিনী নয়, এটি একটি সংগ্রামী মানুষের লড়াই। ১৫০ টাকার টিকিট বদলে দিয়েছে তার ভবিষ্যৎ, কিন্তু মানুষ হিসেবে সীমন্ত বদলাননি। বরং আরও বড় হয়েছেন, আরও মানবিক হয়েছেন।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lottery: সংসার টানতে চালাতেন টোটো! ফিরে এসেছিলেন মত্যুর মুখ থেকে, সেই সিভিক ভলান্টিয়ারই আজ কোটিপতি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement