Lottery News: ১৯ বছর পর খুললো কপাল! ভ্যান-চালক থেকে রাতারাতি কোটিপতি এই ব্যক্তি!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Lottery News: ১৯ বছর ধরে কষ্টের ফল মিলল এক রাতেই! অবাক কাণ্ড ঘটে গেল এই ব্যক্তির সঙ্গে! জানুন
মুর্শিদাবাদ: একদিন বা দু’দিন নয়। দীর্ঘ ১৯ বছর ধরে লটারি কেটে গিয়েছেন। কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নি। অবশেষে প্রতীক্ষার অবসান হল সোমবার সন্ধ্যায়। মাত্র ৩০ টাকার লটারিতে পেলেন সর্বোচ্চ এক কোটি টাকার পুরস্কার। আর এই টাকা তার বহু বছরের স্বপ্ন পূরণ করতে চলেছে। নিজেদের এক কাঠাও জমি না থাকায় আক্ষেপ বহু বছরের। এবার লটারির সেই আক্ষেপ পূরণ হবে বলে জানাচ্ছেন পরিবারের সদস্যরা। আগামী দিনে লটারির টিকিটের টাকাতে জমি কিনবেন মটর চালিত ভ্যান গাড়ির চালক ওয়াদ আলি সেখ।
মুর্শিদাবাদের ভরতপুর থানার সিজগ্রামের বাসিন্দা ওয়াদ আলি সেখ। পেশায় তিনি মটর চালিত ভ্যান গাড়ির চালক। গ্রামীণ এলাকায় এই গাড়ি চালিয়ে যা উপার্জন করে তা দিয়েই চলে সংসার। ঠিক তেমনই নিত্যদিন থাকত লটারির টিকিট কাটার নেশাও। আর ওই একটি মাত্র টিকিটেই বাজিমাত করেছেন ওয়াদ আলি সেখ। মাত্র ৩০টাকার টিকিট কেটে সান্ধ্যকালীন লটারিতে সর্বোচ্চ এক কোটি টাকা পাওয়ায় পরিবারে খুশি নেমে এসেছে। আর পুরস্কারের কথা জানতে পেরেই সেখানে ভিড় জমিয়েছেন প্রতিবেশীরা। ওয়াদ আলি শেখ পেশায় একজন মোটর চালিত ভ্যান চালক।
advertisement
advertisement
সামান্য দু’কামড়ার ঘরছাড়া পরিবারের সহায় সম্বল আর কিছুই নেই। দিন আনি দিন খায় অবস্থা। পরিবার সূত্রে জানানো হয়েছে, প্রায় ১৯ বছর ধরে লটারি কাটলেও ওয়াদ আলি সেখের ভাগ্য কোনও দিন সঙ্গ দেয়নি। হয়ত কোনও সময় সামান্য কিছু টাকা পেয়েছেন। তবে বড় পুরস্কার একদিন পাবে এটা পরিবারের সকলেই আশা করেছিল। তাই লটারি কাটতে কেউ কোনদিন বাধাও দেননি।
advertisement
আর এদিন সন্ধ্যায় এক কোটি টাকা পেতেই বাড়িতে খুশির হাওয়া নেমে এসেছে। এমনকি প্রতিবেশীদের মিষ্টিমুখ ও করানো হয়েছে। ওয়াদ আলি সেখ জানান, আমি জানতাম একদিন সর্বোচ্চ পুরস্কার পাবো। আমি খুবই দুস্থ পরিবারের। এই টাকা আমার বহুদিনের জমি কেনার শখ মেটাবে। বাড়িঘর রং করব। দুই ছেলে মেয়ের হাতেও স্বনির্ভর করার জন্য কিছু তুলে দেব।
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
January 07, 2025 4:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lottery News: ১৯ বছর পর খুললো কপাল! ভ্যান-চালক থেকে রাতারাতি কোটিপতি এই ব্যক্তি!