Durga Puja 2025: জঙ্গিপুর SBSA ক্লাবে দুর্গাপুজোতে ফুটে উঠল হারিয়ে যাওয়া শৈশব

Last Updated:

এছাড়াও সুতোর কারুকার্যে ফুটিয়ে তোলা হয়েছে দেবী মাতৃ প্রতিমাতে। মণ্ডপে ফুটিয়ে তোলা হচ্ছে ছেলেবেলার হারিয়ে যাওয়া বাগবন্দী, পালকি, হাতে টানা রিক্সা সহ হারিয়ে যাওয়া খেলা।

+
জঙ্গিপুর

জঙ্গিপুর SBSA ক্লাবে দুর্গাপুজোতে ফুটে উঠল হারিয়ে যাওয়া শৈশব

জঙ্গিলপুর, তন্ময় মণ্ডল: আজ সোমবার সপ্তমী। ষষ্ঠীর সন্ধ্যা থেকেই জনসমাগম শুরু হতে শুরু হল জঙ্গিপুর শহরে। নতুন প্রজন্ম আর খেলে না মাঠেঘাটে। শৈশব বন্দি মোবাইলে। তারা জানে না যুগ যুগ ধরে চলে আসা সেই ছেলেবেলার খেলার নামগুলি। জন্মেই হাতে মিলেছে স্মার্টফোন। জঙ্গিপুর এসবিএসএ ক্লাবের ২৫ তম বর্ষের দুর্গো উৎসবে তুলে ধরা হয়েছে হারিয়ে যাওয়া শৈশব। ছোট বেলায় যে সমস্ত কর্মকাণ্ড ঘটতো তা ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপসজ্জাতে। যা দেখতে ভিড় জমাতে শুরু করেছেন সাধারণ মানুষ।
পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, আমরা বর্তমান দিনে মোবাইল মুঠো ফোনে বন্দি। ফলে বর্তমান ছাত্র সমাজ ও যুব সমাজ হারিয়ে ফেলছে শৈশব। ৯০দশকের আগের সকলেই শৈশবকে উপভোগ করলেও এখন আর কেও উপভোগ করে না শৈশবকালকে।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
তাই আমরা পুজো থিমের মধ্যেই ফুটিয়ে তুলেছি হারিয়ে যাওয়া শৈশবের স্মৃতি। এছাড়াও সুতোর কারুকার্যে ফুটিয়ে তোলা হয়েছে দেবী মাতৃ প্রতিমাতে।মণ্ডপে ফুটিয়ে তোলা হচ্ছে ছেলেবেলার হারিয়ে যাওয়া বাগবন্দী, পালকি, হাতে টানা রিক্সা সহ হারিয়ে যাওয়া খেলা।
advertisement
পুজো কমিটির সদস্যদের কথায়, দীর্ঘ ২৫বছর ধরে আমরা এই পুজো পরিচালনা করে আসছি। প্রতি বছর থিমের নতুনত্ব থাকে পুজোতে। এবার চেষ্টা করেছি আমরা নতুনত্ব তুলে জেলাবাসীকে উপহার দেওয়ার। জঙ্গিপুর এক প্রাচীন শহর। তাই হারানো শৈশবকেই তুলে ধরা হয়েছে মণ্ডপসজ্জাতে থিমের চমকে। এছাড়াও আছে বাহারী চোখ ধাঁধানো আলোকসজ্জা। দর্শনার্থীদের ঠাসাঠাসি ভিড় থাকে পুজোর দিনগুলিতে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: জঙ্গিপুর SBSA ক্লাবে দুর্গাপুজোতে ফুটে উঠল হারিয়ে যাওয়া শৈশব
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement