West Bardhaman News: না খেয়ে শুয়ে পড়েছিলেন, শত ডাকা-ডাকিতেও ভাঙল না ঘুম
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
শরীর অসুস্থ থাকার কারণে তিনি রাতের খাবার খাননি। লরিতেই ঘুমিয়ে পড়েছিলেন। সকালে যখন খালাসি তাঁকে ডেকে তুলতে গেলে আর সাড়া পাওয়া যায়নি
পশ্চিম বর্ধমান: অসুস্থ বলে শুয়েছিলেন। রাতের খাবার খেতে চাননি। সকালে যখন ডাকা হল আর সাড়া পাওয়া গেল না। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এমনই মর্মান্তিক পরিণতি হল যশপাল সিং নামে এক লরি চালকের।
আরও পড়ুন: আবর্জনা কুড়োচ্ছেন মহকুমাশাসক! হঠাৎ হলটা কী?
জানা গিয়েছে, শরীর অসুস্থ থাকার কারণে তিনি রাতের খাবার খাননি। লরিতেই ঘুমিয়ে পড়েছিলেন। সকালে যখন খালাসি তাঁকে ডেকে তুলতে যা আর সাড়া পাওয়া যায়নি। সঙ্গে সঙ্গে তাঁকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ।
advertisement
ওই মৃত চালকের নাম যশপাল সিং। তিনি পঞ্জাবের কর্নেল থেকে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। গিয়েছিলেন কলকাতা। শরীরে অসুস্থতা নিয়ে কাজে বেরিয়েছিলেন তিনি। কলকাতা থেকে বৃহস্পতিবার রাতেই গাড়ি নিয়ে ফেরার কথা ছিল। কিন্তু তিনি জানান, শরীর অসুস্থ। তখন উত্তরপ্রদেশের বাসিন্দা গাড়ির খালাসি মোহিত সিং গাড়ি নিয়ে রওনা দেন। ট্রাকেই ঘুমিয়ে পড়েন যশপালবাবু।
advertisement
খালাসি জানিয়েছেন, গাড়ির চালক ঘুমিয়ে পড়লে, তিনি গাড়ি নিয়ে কলকাতা থেকে রওনা দেন। সকালে আসানসোলের কাছে পৌঁছে তিনি গাড়ি থেকে চা খাওয়ার জন্য নামেন। চা খাওয়ার জন্য তিনি ডাকতে থাকেন গাড়ির চালককেও। কিন্তু তাঁর কোনও সাড়া পাওয়া যায়নি। এরপরই মোহিতবাবু সরাসরি ট্রাক নিয়ে চলে যান চৌরঙ্গি ফাঁড়িতে। সেখানে পুলিশের সহযোগিতায় অসুস্থ চালককে নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই অসুস্থ গাড়ি চালকের পরিবারের কাছেও খবর পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু কীভাবে ওই গাড়ি চালকের মৃত্যু হল, তার সঠিক কোনও কারণ জানা যায়নি। গাড়ির চালক যশপালবাবু কতটা অসুস্থ ছিলেন, সে বিষয়েও স্পষ্ট কোনও ধারণা দিতে পারেননি গাড়ির সহকারিচালক।
advertisement
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 24, 2023 10:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: না খেয়ে শুয়ে পড়েছিলেন, শত ডাকা-ডাকিতেও ভাঙল না ঘুম

