AC Local Train: দীর্ঘদিনের দাবি ছিল এবার সেটা পূরণ হল, তাই এসি ট্রেনকেই পুজো, বামনগাছির প্যাসেঞ্জাররা দারুণ খুশ

Last Updated:

AC Local Train: বামনগাছি স্টেশনে এসি লোকাল ট্রেনকে করা হল পুজো! দাবি পূরণ যাত্রীদের

এসি লোকাল
এসি লোকাল
উত্তর ২৪ পরগনা: বামনগাছি স্টেশনে অবশেষে থামল এসি বনগাঁ লোকাল, আর তাতেই উচ্ছাস যাত্রীদের মধ্যে। শুধু তাই নয় রীতিমত এসি লোকাল ট্রেনকে করা হল পুজো। প্রায় তিন মাসের অপেক্ষার পর বামনগাছি স্টেশনে এদিন থামে এসি বনগাঁ লোকাল। দীর্ঘদিন ধরে স্টপেজের দাবি জানিয়ে আসছিলেন বামনগাছি এলাকার রেলযাত্রীরা ও প্যাসেঞ্জার কমিটি। অবশেষে সেই দাবি বাস্তবায়িত হল এদিন।
রেল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত প্রায় ন’টার সময় রেলের পক্ষ থেকে সার্কুলার জারি করা হয় যে শনিবার থেকেই বামনগাছি স্টেশনে থামবে রানাঘাট ভায়া শিয়ালদহগামী এসি লোকাল। সেই খবর ছড়িয়ে পড়তেই যাত্রীদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়।
advertisement
advertisement
শনিবার এসি বনগাঁ লোকাল প্রথমবারের জন্য বামনগাছি স্টেশনে ঢুকতেই বেলুন ও ফুলে সাজানো স্টেশন প্রাঙ্গণে উৎসবের আবহ তৈরি হয়। যাত্রীরা ট্রেনের চালককে মিষ্টি ও ফুল দিয়ে স্বাগত জানান।
এরপর রেললাইনে নারকেল ফাটিয়ে ও পুজো দিয়ে ট্রেনটি শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দেয়। স্থানীয় রেলযাত্রীদের দাবি, এই স্টপেজ শুরু হওয়ায় দৈনন্দিন যাতায়াতে বড় সুবিধা মিলবে। প্যাসেঞ্জার কমিটির পক্ষ থেকেও রেলের এই সিদ্ধান্তকে স্বাগত জানান হয়েছে।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
AC Local Train: দীর্ঘদিনের দাবি ছিল এবার সেটা পূরণ হল, তাই এসি ট্রেনকেই পুজো, বামনগাছির প্যাসেঞ্জাররা দারুণ খুশ
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement