TMC| Parliament Security allegation| সংসদে ঢোকা নিয়ে ধুন্ধুমার! তৃণমূল সাংসদদের বিরুদ্ধে নিগ্রহের চাঞ্চল্যকর অভিযোগ লোকসভার নিরাপত্তা কর্মীর!
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
TMC| Parliament Security allegation| সব মিলিয়ে রাজ্যসভায় তৃণমূল সাংসদদের বরখাস্ত হওয়ার ঘটনার রেশ তো কাটলই না, বরং নতুন মাত্রা পেল তরজা।
#নয়াদিল্লি: গতকাল রাজ্যসভা থেকে সাসপেন্ড হওয়া তৃণমূল সাংসদদের বিরুদ্ধে দুর্ব্যবহার এবং শারীরিক নিগ্রহের অভিযোগ আনলেন লোকসভার মহিলা নিরাপত্তা কর্মী চন্দ্রকলা। রাজ্যসভার কাচের দরজা ভাঙা, তাতে আহত হওয়ার ঘটনার বিস্তারিত বিবরণ জানিয়ে লোকসভার সচিবকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন তিনি। উল্লেখ্য এই ঘটনায় অল্পবিস্তর জখম হয়েছেন অর্পিতা ঘোষও। সব মিলিয়ে রাজ্যসভায় তৃণমূল সাংসদদের বরখাস্ত হওয়ার ঘটনার রেশ তো কাটলই না, বরং নতুন মাত্রা পেল তরজা।
তৃণমূল অবশ্য অন্য দাবি জানিয়ে আসছে গতকাল থেকেই। আজই সময় ধরে ধরে এই ঘটনার বিবরণ দিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন। ট্যুইটারে একটি ভিডিও তুলে দিয়ে ডেরেক লিখেছেন সকাল সাড়ে ১১টা নাগাদ পেগাসাস কাণ্ডে আলোচনা করতে নিমরাজি হয় সরকার। এরপর ৩০ জন বিরোধী সাংসদ ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকে। সকালে ১১টা ১৩ মিনিট নাগাদ প্ল্যাকার্ড হাতে থাকার কারণে বরখাস্ত করা হয় ৬ সাংসদকে। এরপর দুপুর ৩টে ৩৫ মিনিট নাগাদ সেদিনের মতো মুলতুবি হওয়ার পরেই তিন তৃণমূল সাংসদকে সংসদ কক্ষে ঢুকতে একজন পুরুষ মার্শাল তাদের বাধা দেন। গোটা ঘটনা তুলে ধরে ডেরেকের প্রশ্ন, এটা কি গণতন্ত্র চলছে!
advertisement
#FACTS Aug 4 11.10 Govt again refuses to discuss #Pegasus 30 Oppn MPs enter well of RS. 11.13 Six members suspended for carrying placards 3.35 AFTER House adjourned for day, 3 AITC MPs (suspension over) PREVENTED from re-entering #Parliament by male marshal Democracy ? 👇 pic.twitter.com/fvZDOMvvDf
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) August 5, 2021
advertisement
advertisement
তৃণমূলের যুক্তি, রাজ্যসভায় সাংসদ দোলা সেনের ব্যাগ রয়ে গিয়েছিল। তিনি সেটি আনতে যেতে চাইলেও তাঁকে আনতে দেওয়া হচ্ছিল না। অথচ অধিবেশন শেষ হয়ে গিয়েছিল সেদিনের মতো অর্থাৎ সাসপেনশান উঠেও গিয়েছিল। পরে ডেরেক ও'ব্রায়েন নিয়ম দেখিয়ে সুর চড়াতেই সুর নরম করে সরকার পক্ষ।
ঘটনাপরম্পরা বলছে একদিনে পেগাসাস নিয়ে যেমন বিরোধী সরকার দ্বন্দ্ব চরমে, তখন নিরাপত্তার প্রশ্নটি নতুন মাত্রা নিতে পারে। তৃণমূল ছেড়ে কথা বলবে না। দেখার সরকার কী অবস্থান নেয়। একটি সূত্রের খবর, চতুর্দিক থেকে কোনঠাসা সরকার চাইছে যত দ্রুত সম্ভব লোকসভা অধিবেশন শেষ করতে। এখন দেখার এই নতুন তরজার জল কত দূর গড়ায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 05, 2021 1:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC| Parliament Security allegation| সংসদে ঢোকা নিয়ে ধুন্ধুমার! তৃণমূল সাংসদদের বিরুদ্ধে নিগ্রহের চাঞ্চল্যকর অভিযোগ লোকসভার নিরাপত্তা কর্মীর!