Lok Sabha Election 2024: রাজার ইষ্ট দেবীকে পুজো বিশ্বকাপজয়ী ক্রিকেটারের! পুরোটা জানলে...
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Lok Sabha Election 2024: বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। তিনি এদিন কাঁকসার গড় জঙ্গলে শ্যামরুপার মন্দিরে হাজির হয়েছিলেন পুজো দিতে। স্ত্রীকে সঙ্গে নিয়েই গড় জঙ্গলে শ্যামরুপার মন্দিরে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে তিনি পুজো দেন
পশ্চিম বর্ধমান: তীব্র গরমে নাজেহাল পশ্চিমাঞ্চলের জেলাগুলি। কিন্তু আবহাওয়ার এই গরমের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে ভোটের গরম। লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছেন সমস্ত দলের প্রার্থীরা। গ্রীষ্মের এই তপ্ত দুপুরে কাঁকসার গভীর জঙ্গলের প্রাচীন মন্দিরে পুজো দিতে সস্ত্রীক হাজির হলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার তথা তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ।
বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। তিনি এদিন কাঁকসার গড় জঙ্গলে শ্যামরুপার মন্দিরে হাজির হয়েছিলেন পুজো দিতে। স্ত্রীকে সঙ্গে নিয়েই গড় জঙ্গলে শ্যামরুপার মন্দিরে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে তিনি পুজো দেন। সেখানে আয়োজন করা হয়েছিল বিশেষ যজ্ঞের। সেই যজ্ঞে অংশগ্রহণ করেছিলেন তৃণমূল প্রার্থী। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। গ্রীষ্মের এই দুপুরে যখন মানুষ রাস্তায় বেরোতে ভয় পাচ্ছেন, তখন স্ত্রীকে সঙ্গে নিয়ে তৃণমূল প্রার্থী পুজো দিতে চলে গেলেন গভীর জঙ্গলের এই মন্দিরে।
advertisement
advertisement
প্রসঙ্গত, কাঁকসার গড় জঙ্গলে শ্যাম-রুপার মন্দির জেলার অন্যতম প্রাচীন এবং বিখ্যাত মন্দির। দুর্গা পুজো এবং বাসন্তী পুজোর সময় এই মন্দিরে হাজার হাজার মানুষের ভিড় দেখা যায়। কাঁকসার গড় জঙ্গলে দেবী শ্যামরুপাকে নিয়ে একাধিক গল্প প্রচলিত রয়েছে। স্থানীয় কিংবদন্তি অনুসারে, দেবী শ্যামরুপা ছিলেন রাঢ়বঙ্গের রাজা ইছাই ঘোষের ইষ্ট দেবী। স্থানীয় আশপাশের এলাকায় অনেক উন্নতি হলেও, গভীর জঙ্গলের মাঝে এই মন্দির এলাকায় এখনও রয়ে গিয়েছে সেই গা ছমছমে ব্যাপার।
advertisement
এই মন্দিরে পুজো দেওয়ার পর তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ জানান, এই মন্দিরের কথা তিনি আগে অনেক শুনেছেন। তাই এখানে আসার দিন ইচ্ছা প্রকাশ করেছিলেন। এখানে তিনি বিশেষ পুজো দিয়েছেন। স্ত্রীকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন। তিনি দেবী কালীর ভক্ত। পাশাপাশি তিনি দেবীর কাছে জানিয়েছেন নিজের প্রার্থনা। যদিও এই ব্যাপারে কীর্তি আজাদের দাবি, মায়ের কাছে আলাদা করে কোনও প্রার্থনা জানাতে হয় না। তিনি অন্তর্যামী। তাই তিনি ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন। নির্বাচনের ময়দানেও তিনি মানুষের মনস্কামনা করবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।
advertisement
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 25, 2024 9:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: রাজার ইষ্ট দেবীকে পুজো বিশ্বকাপজয়ী ক্রিকেটারের! পুরোটা জানলে...