Lok Sabha Election 2024: বাড়িতেই বুথ! ঘরে বসে দিব্যি ভোট দিলেন এই জেলার ভোটাররা

Last Updated:

Lok Sabha Election 2024: প্রতি টিম-এ থাকছেন দু'জন পোলিং অফিসার, একজন মাইক্রো অবজার্ভার, একজন ভিডিওগ্রাফার এবং গোটা প্রক্রিয়া সুপারভাইস করার জন্য সেক্টর অফিসার

+
নিজের

নিজের বিছানায় বসেই সম্পূর্ণ নিরাপদে ভোট দিচ্ছেন প্রবীণ নাগরিক

নদিয়া: আগামী ১৩ মে চতুর্থ দফায় ভোট হবে নদিয়ার দুই লোকসভা কেন্দ্রে। তারই প্রাক্কালে বিশেষভাবে সক্ষম এবং প্রবীণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে আগাম ভোট দেওয়ার ব্যবস্থা করল নির্বাচন কমিশন।
নদিয়ার বিভিন্ন এলাকার প্রবীণ নাগরিকেরা নিজের বাড়িতে বসে এভাবে ভোট দিতে পেরে খুশি। পোলিং অফিসার, সেক্টর ইন্সপেক্টর কেন্দ্রীয় বাহিনী, স্থানীয় বিএলও এবং বিভিন্ন রাজনৈতিক দলের পোলিং এজেন্টদের নিয়ে বাড়ি বাড়ি ভোট সংগ্রহ করা হয়।তবে সাধারণ মানুষের ক্ষেত্রে তা আগ্রহের বিষয় হলেও এলাকায় ঘুরে ঘুরে এই ভোট গ্রহণ ছিল কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে। সে ক্ষেত্রে গণতান্ত্রিক উপায়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে প্রভাববিহীন ভোট দান করতে পেরেছেন বলেই জানিয়েছেন ভোটাররা।
advertisement
advertisement
নির্বাচন কমিশন সূত্রে খবর, চারজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, এক বা দুজন রাজ্য পুলিশের কর্মীকে নিয়ে প্রতি টিম এ থাকছেন দু’জন পোলিং অফিসার, একজন মাইক্রো অবজার্ভার, একজন ভিডিওগ্রাফার এবং গোটা প্রক্রিয়া সুপারভাইস করার জন্য সেক্টর অফিসার। সকাল আটটা থেকে ভোট গ্রহণ করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ শুরু করা হয় সেন্টার থেকে। একাধিক নির্বাচনী আধিকারিক উপস্থিত ছিলেন এই সেন্টারে। যদিও এই প্রক্রিয়াকে কেন্দ্র করে আঁটোসাঁটো করা ছিল নিরাপত্তা ব্যবস্থা। একাধিক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং রাজ্য পুলিশের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
advertisement
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: বাড়িতেই বুথ! ঘরে বসে দিব্যি ভোট দিলেন এই জেলার ভোটাররা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement