Lok Sabha Election 2024: সাইকেল চালিয়ে পেয়ারা খেতে খেতে ভোট প্রচার, সায়নী ‌যেন স্কুলগার্ল

Last Updated:

যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ। এদিন তিনি প্রচারে বেরিয়ে প্রচুর সংখ্যক মহিলাদের উপস্থিতিতে রীতিমতো সাইকেল চালিয়ে বারুইপুরের বিখ্যাত পেয়ারা খেতে খেতে জনসংযোগ করলেন এই তৃণমূল প্রার্থী। 

+
সাইকেল

সাইকেল চালিয়ে প্রচার

দক্ষিণ ২৪ পরগনার : যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ। এদিন তিনি প্রচারে বেরিয়ে প্রচুর সংখ্যক মহিলাদের উপস্থিতিতে রীতিমতো সাইকেল চালিয়ে বারুইপুরের বিখ্যাত পেয়ারা খেতে খেতে জনসংযোগ করলেন এই তৃণমূল প্রার্থী। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বিভিন্ন সভা থেকে স্বাস্থ্যসাথী নিয়ে সরব হয়েছে। আর ঠিক এমন চিত্ত দেখা গেল যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ তিনি সাইকেল চালিয়ে প্রচার সারলেন।
লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে শাসক বিরোধী সমস্ত দলের প্রার্থীরা ভোটারদের মন জয় করতে রাজনৈতিক প্রচার মাধ্যমে ময়দানে নেমে পড়েছে। আগামী ১ জুন এই লোকসভা কেন্দ্রের ভোট। তাই প্রার্থীরা ভোট প্রচারে অনেকটা সময় পাবে। কিন্তু সে সময় তারা ফেলে রাখতে চাই না। যাতে এই যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রতিটা কোনায় কোনায় গিয়ে পৌঁছাতে পারে সমস্ত রাজনৈতিক দলের ব্যক্তিরা। সেজন্যে আগেভাগে প্রচার সেরে রাখছে।
advertisement
আরও পড়ুনIndian Railways: রেলের বিরাট চমক! বন্দে ভারত স্লিপারের সুখ পাবেন যাত্রীরা! ভাড়াও নাগালের মধ্যেই
এবার সাইকেল চালিয়ে প্রচার করতে দেখা গেল এই তৃণমূল প্রার্থীকে। মূলত রাজ্যের মুখ্যমন্ত্রী সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেয়। আর সেই টাকেই হাতিয়ার করে প্রচারে নেমে পড়েছেন তিনি। আর এই প্রচারে বেরিয়ে কেউ কাকে এক ইঞ্চি মাটি ছাড়তে নারাজ। আর এদিন প্রচারে বেরিয়ে আমি তিন বছর রাজনীতিতেএলেও মানুষ যেভাবে আমাকে দেখতে পেয়েছে, ফুল টাইম পলিটিশিয়ান হলেও তার থেকেও কম দেখতে পেয়েছে সৃজনকে।
advertisement
advertisement
রাজপুর সোনারপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে বেরিয়ে সৃজনকে পাল্টা কটাক্ষ সায়নীর। তিনি আরওবলেন নিজের ঢাক নিজে না পেটানোই ভাল। সায়নী নাকি সৃজন কাকে মানুষ বেশি দেখেছে তা মানুষ নিজেরাই বিচার করবে বলে জানান সায়নী।
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: সাইকেল চালিয়ে পেয়ারা খেতে খেতে ভোট প্রচার, সায়নী ‌যেন স্কুলগার্ল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement