Lok Sabha Election 2024: ভোটের আগে মাসিক ভাতার দাবি গৃহশিক্ষকদের! সঙ্গে আর যা যা রইল
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Lok Sabha Election 2024: প্রত্যেকেরই রয়েছে বিভিন্ন ডিগ্রি। ছাত্রছাত্রীদের পড়িয়ে চলে সংসার। তবে তাঁরা কোনও সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রে প্রতিষ্ঠিত নয়। কারও বাড়িতে পড়িয়ে আবার কোনও ব্যাচে পড়িয়ে তাঁদের সংসার চালাতে হয়
পশ্চিম মেদিনীপুর: শিক্ষক সমাজ গড়ার কারিগর। বাবা মায়ের পর শিক্ষকেরাই ছাত্র-ছাত্রীদের সমাজের মেরুদন্ড হিসেবে তৈরি করেন। তবে সেই শিক্ষক সমাজের মধ্যে একজন বিদ্যালয়ের শিক্ষক এবং অপরজন গৃহ শিক্ষক। ছাত্র-ছাত্রীদের জীবনের একটি বড় অংশ জুড়ে থাকেন তারা। বিদ্যালয়ের শিক্ষকেরা সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রে কর্মরত অবস্থায় থাকার কারণে সংসার প্রতিপালনে তেমন অসুবিধা হয় না। তবে গৃহ শিক্ষকদের সংসার চলে তথৈবচ অবস্থায়। নির্বাচনের আগে তারাও চান সামাজিকতা উন্নতি, কর্মসংস্থানের।
প্রত্যেকেরই রয়েছে বিভিন্ন ডিগ্রি। ছাত্রছাত্রীদের পড়িয়ে চলে সংসার। তবে তারা কোনও সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রে প্রতিষ্ঠিত নয়। কারও বাড়িতে পড়িয়ে আবার কোনও ব্যাচে পড়িয়ে তাদের সংসার চালাতে হয়। লোকসভা নির্বাচনের প্রথম দফার নির্বাচন শেষ। তবে নির্বাচনের আগে গৃহ শিক্ষকদের দাবি, অবিলম্বে তাঁদের মাসিক সরকারি ভাতা এবং পরিচয় পত্র দিক সরকার।
advertisement
advertisement
প্রসঙ্গত লোকসভা নির্বাচনে জয়লাভ করার পর নির্বাচিত জনপ্রতিনিধিরা সংসদে যাবেন। সেখানে গিয়ে মানুষের হয়ে সওয়াল করবেন তাঁরা। তবে প্রান্তিক গ্রাম, গ্রামাঞ্চল থেকে শহর কিংবা শহরতলীতে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে ছাত্র-ছাত্রীদের মানুষের মত মানুষ করে তোলেন গৃহ শিক্ষকেরাও। বিদ্যালয়ের শিক্ষকের মত সমান ভূমিকা পালন করেন তারা। তাই তাদের সামাজিকতার উন্নয়নে দাবি জানিয়েছেন তারা।
advertisement
বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের দাবি তুলেছেন এই শিক্ষকেরা। এছাড়াও নির্দেশিকা থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায় গৃহশিক্ষকতা করেন বিদ্যালয় শিক্ষকেরা। সেই ঘরানা বন্ধেরও দাবি জানিয়েছেন গৃহ শিক্ষকেরা।তবে নির্বাচনের জয়লাভের পর আদৌ কি কোনও সুরাহা মিলবে গৃহ শিক্ষকদের তা বলবে সময়।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 24, 2024 9:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: ভোটের আগে মাসিক ভাতার দাবি গৃহশিক্ষকদের! সঙ্গে আর যা যা রইল