Lok Sabha Election 2024: নির্বাচনের আঁচে খুচরো ব্যবসায় মন্দা!

Last Updated:

Lok Sabha Election 2024: বাজার হাট থেকে মুদির দোকান সর্বত্রই যেন খরিদ্দারের হাহাকার লেগেছে। এর জন্য ব্যবসায়ীদের অনেকেই দীর্ঘ ভোট প্রক্রিয়াকে কাঠগড়ায় তুলেছেন

+
ভোটের

ভোটের বাজারে মার খাচ্ছে খুচরো ও ছোট ব্যবসা

হাওড়া: ভোট উৎসবের আঁচ পড়েছে ছোট ও খুচরো ব্যবসায়। গোটা দেশ গণতন্ত্রের উৎসবে মেতে উঠেছে। ভোট ভোট রব সর্বত্র। ইতিমধ্যেই দুই দফার ভোট সম্পন্ন হয়েছে বাংলায়। আর‌ও ৫ দফার ভোট বাকি। দেশ জুড়ে লোকসভা ভোটকে কেন্দ্র করে উৎসবের মেজাজ। একাংশের মানুষের কাছে এটা ভোট উৎসব হলেও কিছু মানুষের অস্বস্তিও বটে। যেমন নির্বাচন আসতেই দারুণ অস্বস্তিতে পড়েছেন গ্রামাঞ্চলের খুচরো ব্যবসায়ীরা।
বাজার হাট থেকে মুদির দোকান সর্বত্রই যেন খরিদ্দারের হাহাকার লেগেছে। এই মন্দার মূল কারণ হিসেবে ব্যবসায়ীদের অনেকেই অবশ্য দ্রব্যমূল্যের চড়া দাম এবং অত্যধিক গরম কে দায়ী করছেন। পাশাপাশি গ্রামাঞ্চলের মুদি থেকে স্টেশনারি দোকানের অধিকাংশ ব্যবসায়ীরা জানাচ্ছেন, বাজারে মন্দার অন্যতম কারণ হল ভোট উৎসব। একদিকে ভোট নিয়ে উন্মাদনা অন্যদিকে রাজনৈতিক অশান্তির কারণে আতঙ্কের জেরেই দোকান বাজারে কেনাকাটি কমে গিয়েছে বলে তাঁদের ধারণা।
advertisement
advertisement
এই ভোটের বাজারে অতিরিক্ত প্রয়োজন ছাড়া মানুষ বাজার দোকান মুখী হচ্ছে না। এমনটাই মত ছোট ব্যবসায়ী ও খুচরো বিক্রেতাদের। তার জেরেই এই ভোট উৎসবে খুচরো বিক্রেতা ও ব্যবসায়ীদের কথায় একপ্রকার হাহাকার পড়ে গিয়েছে। এই প্রসঙ্গে মেঘনাথ জাশু নামে এক ছোট ব্যবসায়ী জানান, ভোটের কয়েক মাস আগে থেকেই স্থানীয় স্তরের ব্যবসায় প্রভাব পড়তে শুরু করেছে। নির্বাচন যত দ্রুত শেষ হবে ততই পুরনো অবস্থা ফিরে আসবে বলে তাঁর ধারণা।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: নির্বাচনের আঁচে খুচরো ব্যবসায় মন্দা!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement