Lok Sabha Election 2024: চতুর্থ দফায় নজর কাড়বে এই জেলার ভোট, বাঙালি-অবাঙালি মিশ্রণে নির্ধারক একাধিক সমীকরণ

Last Updated:

Lok Sabha Election 2024: বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে দিলীপ ঘোষকে। যিনি মেদিনীপুরের নিজস্ব ময়দান ছেড়ে এসে এখানে লড়াই করছেন। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে। তিনি আবার বিজেপির প্রাক্তন সাংসদ

পশ্চিম বর্ধমান: শনিবার চতুর্থ দফার ভোটগ্রহণের প্রচার শেষ হলো। আগামী সোমবার অর্থাৎ ১৩ মে বহরমপুর, পূর্ব বর্ধমানের আসনগুলির পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলাতেও ভোটগ্রহণ হবে। এই জেলায় আসানসোলের পাশাপাশি বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের একাংশ পড়ছে।
নির্বাচন উপলক্ষে একেবারে প্রস্তুত প্রশাসন। ফলে জেনে নেওয়া যাক পশ্চিম বর্ধমান জেলার সার্বিক ভোট প্রস্তুতির চিত্রটা কী রকম? প্রশাসনের তথ্য অনুযায়ী, পশ্চিম বর্ধমান জেলায় মোট ভোটারের সংখ্যা ২৩ লক্ষ ৩ হাজার ৪২৫ জন। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১১ লক্ষ ৭৩ হাজার ৫৮৩ জন। অন্যদিকে মহিলা ভোটারের সংখ্যা ১১ লক্ষ ২৯ হাজার ৮০২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৪০ জন।
advertisement
advertisement
এই জেলায় রয়েছে দুটি লোকসভা কেন্দ্র। একটি আসানসোল, যা পুরোপুরি এই জেলার মধ্যেই অবস্থিত। অপরটি বর্ধমান-দুর্গাপুর। এই কেন্দ্রটির একাংশ পাশের জেলা পূর্ব বর্ধমানে পড়ছে। জেলায় মোট বুথের সংখ্যা ২৪৯৮ টি। ১২৭৪ জায়গায় থাকছে পোলিং স্টেশন বা ভোটগ্রহণ কেন্দ্র। অন্যদিকে জেলায় ভোটারের সংখ্যার ভিত্তিতে সবচেয়ে বড় বিধানসভা কেন্দ্র আসানসোল উত্তর এবং সবথেকে ছোট পাণ্ডবেশ্বর। আসন্ন লোকসভা নির্বাচনে নতুন ভোটারের সংখ্যা বেড়েছে অনেকটা। এই ১৮ থেকে ১৯ বছর বয়সী ভোটারের সংখ্যা ৩৫ হাজার ৪৩৮ জন। যার মধ্যে ১৯,৭২৬ জন পুরুষ এবং ১৫,৭১১ জন মহিলা ভোটার। তাছাড়া রয়েছেন একজন তৃতীয় লিঙ্গের ভোটার।
advertisement
জেলা প্রশাসন সূত্রে খবর, জেলায় ৮৫ বছরের বেশি বয়স্ক ভোটারে সংখ্যা ৯,১৮১ জন। বিশেষভাবে সক্ষম ভোটার আছেন ১৪,৪৫৮ জন। এই বয়স্ক ভোটার এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য নির্বাচন কমিশন আগেই ভোটদানের ব্যবস্থা করেছিল। বাড়িতে গিয়ে এই সমস্ত ভোটারদের ভোট গ্রহণ করা হয়ে গিয়েছে। অন্যদিকে প্রশাসন সূত্র জানা গিয়েছে, জেলায় এমন ২৪ টি বুথ থাকবে, যেগুলির সমস্ত দায়িত্ব থাকবে মহিলা ভোট কর্মীদের উপর। সংখ্যার হিসেবে আসানসোল লোকসভায় এমন বুথের হচ্ছে ১৫ টি। অন্যদিকে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত দুর্গাপুরের দুটি বিধানসভা এলাকায় থাকছে ৯ টি মহিলা পরিচালিত বুথ।
advertisement
পশ্চিম বর্ধমান জেলার রয়েছে মোট ৯ টি বিধানসভা কেন্দ্র। যার মধ্যে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে আসানসোল লোকসভায়। অন্যদিকে দুটি বিধানসভা অবস্থিত বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অধীনে। আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, জামুরিয়া, বারাবনি, পাণ্ডবেশ্বর, রানিগঞ্জ এবং কুলটি বিধানসভা নিয়ে গঠিত আসানসোল লোকসভা কেন্দ্র। অন্যদিকে দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিম বিধানসভা রয়েছে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অধীনে। এই লোকসভা কেন্দ্রের আর পাঁচটি বিধানসভা রয়েছে পূর্ব বর্ধমান জেলায়।
advertisement
২০১৯ এর লোকসভা নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্র এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থীরা। আসানসোল লোকসভা কেন্দ্রে জিতেছিলেন বিজেপির বাবুল সুপ্রিয়। অন্যদিকে বর্ধমান-দুর্গাপুরে কান ঘেঁষে জয়ী হয়েছিলেন এস এস আলুওয়ালিয়া। উল্লেখ্য, ২০২২ সালে আসানসোল লোকসভা কেন্দ্রের সাংসদ পদ থেকে ইস্তফা দেন বাবুল সুপ্রিয়। তারপর এই কেন্দ্রে উপনির্বাচন হয়। তখন বিজেপি প্রার্থীকে হারিয়ে আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে জয়ী হোন বলিউড তারকা শত্রুঘ্ন সিনহা।
advertisement
২০২৪ এর লোকসভা নির্বাচনে এই দুটি আসন থেকেই লড়ছেন নজরকাড়া প্রার্থীরা। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে দিলীপ ঘোষকে। যিনি মেদিনীপুরের নিজস্ব ময়দান ছেড়ে এসে এখানে লড়াই করছেন। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে। তিনি আবার বিজেপির প্রাক্তন সাংসদ। এই কেন্দ্রে সিপিএম বিশিষ্ট শিক্ষাবিদ সুকৃতি ঘোষালকে প্রার্থী করেছে। অন্যদিকে আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রতীকে এবারেও প্রতিদ্বন্দিতা করছেন শত্রুঘ্ন সিনহা। অন্যদিকে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র ছেড়ে আসানসোলে বিজেপির প্রার্থী হয়েছেন বিদায়ী সাংসদ এস এস আলুওয়ালিয়া। এই দুই নামী প্রার্থীর বিরুদ্ধে সিপিএম প্রার্থী করেছে লড়াকু শ্রমিক নেত্রী তথা প্রাক্তন বিধায়ক জাহানারা খানকে।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: চতুর্থ দফায় নজর কাড়বে এই জেলার ভোট, বাঙালি-অবাঙালি মিশ্রণে নির্ধারক একাধিক সমীকরণ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement