Lok Sabha Election: একশো দুশো নয়, প্রায় ৭০ হাজার মিষ্টি বিতরণ তৃণমূলের! কারণে আছে বড় চমক

Last Updated:

বীরভূমে চতুর্থ দফায় লোকসভা নির্বাচনের পরের দিনই ঢাক বাজিয়ে বীরভূমের নানুরের পাপুড়ি গ্রামে বিজয় মিছিল তৃণমূলের।

+
৭০

৭০ হাজার মিষ্টির আয়োজন

বীরভূম: বীরভূমে চতুর্থ দফায় লোকসভা নির্বাচনের পরের দিনই ঢাক বাজিয়ে বীরভূমের নানুরের পাপুড়ি গ্রামে বিজয় মিছিল তৃণমূলের। ৭০ হাজার মিষ্টি বিলি কোর কমিটির সদস্য তথা বীরভূম জেলা পরিষদের সভাপতির ফাইজুল হক ওরফে কাজল শেখের।
চতুর্থ দফার লোকসভা নির্বাচন গতকাল শেষ হতেই এবার নানুরের পাপুড়ি গ্রামে জয়ঢাক বাজিয়ে তৃণমূলের তরফে বিজয় মিছিল করা হল। প্রায় কয়েক হাজার তৃনমূল কর্মী সমর্থক এই মিছিলে অংশগ্রহণ করেন এইদিন।
advertisement
উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ-সহ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাজি ও অনান্য তৃণমূলের নেতৃত্ব বৃন্দ। এদিন কাজল শেখ নিজের হাতে প্রায় ৭০ হাজার মিষ্টি বিতরণ করেন পাপুড়ি গ্রামে তৃনমূলের দলীয় কার্যালয় থেকে।
advertisement
সোমবার বোলপুর ও বীরভূম এই দুটি লোকসভায় লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। বোলপুর লোকসভার তৃনমূলের প্রার্থী অসিত মাল তিনি প্রায় তিন লক্ষ ভোটের ব্যবধানে জিতবেন আগেই ঘোষণা করেছিলেন তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ।
তাই এইদিন বিজয় মিছিলের আয়োজন করা হয় নানুরের পাপুড়ি গ্রামে কাজল শেখের নেতৃত্বে।এই বিষয়ে তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন, “আমরা ৩৬৫ দিন পড়াশোনা করি। তাই আমাদের ফল ভাল হবে এটাই আশা করি। আপনারা রেজাল্ট ঘোষণার দিন মিলিয়ে নেবেন বোলপুর লোকসভা কেন্দ্রের তৃনমূলের প্রার্থী অসিত মাল প্রায় ৩ লক্ষ ভোটের ব্যবধানে জিতে গেছেন এটা আমরা ধরেই নিয়েছি। ’’
advertisement
তাই এইদিন বিজয় মিছিলের আয়োজন করা হয়। সবুজ আবীর খেলে ঢাক ঢোল বাজিয়ে প্রায় ৭০ হাজার মিষ্টি বিতরণ করা হয় সাধারণ পথ চলতি মানুষ এবং এলাকাবাসীদের মধ্যে।যদিও এই বিজয় মিছিলকে কটাক্ষ করতে ছাড়েননি অন্যান্য দলের নেতৃত্ববৃন্দরা।
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election: একশো দুশো নয়, প্রায় ৭০ হাজার মিষ্টি বিতরণ তৃণমূলের! কারণে আছে বড় চমক
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement