Lok Sabha Election 2024: হরিহরপাড়ায় পথে নেমে কী করলেন মহম্মদ সেলিম! দেখুন সেই ভিডিও
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Lok Sabha Election 2024: ভোটের প্রচারে অভিনব চিত্র দেখা গেল মুর্শিদাবাদে। হরিহরপাড়ায় ভোট প্রচারে বেরিয়ে মুখোমুখি সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম ও তৃণমূল প্রার্থী আবু তাহের খান। প্রচার থামিয়ে হল সৌজন্য বিনিময়ও।
মুর্শিদাবাদ: লোকসভা নির্বাচনের প্রচার ইতিমধ্যেই জমে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দলের কোথাও পথে নেমে লাল পতাকার মিছিল চলছে, কোথাও বা তৃণমূলের ঝড় উঠছে তাদের নির্বাচনী প্রচারে। এবার এক অভিনব চিত্র দেখা গেল মুর্শিদাবাদে। হরিহরপাড়ায় ভোট প্রচারে বেরিয়ে মুখোমুখি সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম ও তৃণমূল প্রার্থী আবু তাহের খান। প্রচার থামিয়ে হল সৌজন্য বিনিময়ও।
আরও পড়ুনঃ কোচবিহারের প্রভাব পুরুলিয়ায়? সিপিএম-ফরওয়ার্ড ব্লকের দ্বিপাক্ষিক বৈঠকে কাটল না জট
এদিন হরিহরপাড়ায় প্রচারে নামলেন মুর্শিদাবাদ কেন্দ্রের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা মোশারফ হোসেনও। পায়ে হেঁটে প্রচার করছিলেন সেলিম। পিছনে ছিলেন দলের কর্মীরা। উল্টোদিকে এসে দাঁড়ায় তৃণমূল প্রার্থী আবু তাহের খানের গাড়ি। আবু তাহের খানের গাড়ি আটকে পরে সিপিএম কর্মীদের মিছিলে। গাড়ির সামনে এগিয়ে আসেন মহম্মদ সেলিম। দুই প্রার্থীর মধ্যে হয় সৌজন্য বিনিময়। হাতও মেলান আবু তাহের খান, মহম্মদ সেলিম। তবে দু’জনের বিশেষ কথা হয়নি।
advertisement
advertisement
যদিও সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম জানান, কর্মীদের বলছেন যেন গাড়ি না আটকে যায়। সম্মতি জানান আবু তাহের খানও। এদিন হরিহরপড়ায় ট্যাংরামারি থেকে শুরু গজনীপুর পর্যন্ত চলে সেলিমের ভোট প্রচার। প্রচারে এদিনও তৃণমূল, বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন মহম্মদ সেলিম। বর্তমানে বিদায় সংসদ আবু তাহের খান তার নিজের সংসদ এলাকাতে তিনি ইতিমধ্যেই নিজের মতন করে ভোট প্রচার চালাচ্ছেন। পিছিয়ে নেই বাম ও। আর মহম্মদ সেলিম এবং আবু তাহের খানের দুই রাজনৈতিক প্রতিপক্ষের সৌজন্য সাক্ষাৎ ভোট প্রচারের নয়া মোর দেখা যায়।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 01, 2024 12:30 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: হরিহরপাড়ায় পথে নেমে কী করলেন মহম্মদ সেলিম! দেখুন সেই ভিডিও