Lok Sabha Election 2024: ভোটের আগের দিন সারারাত জুড়ে পুজো মথুরাপুরে, নেপথ্যে থেকে এই রাজনৈতিক দল...

Last Updated:

Lok Sabha Election 2024: মথুরাপুরের তৃণমূল প্রার্থী বাপী হালদার যাতে নির্বাচনী লড়াইয়ে জয়ী হোন তার জন্যই এই বিশেষ পুজোপাঠের আয়োজন করেন সেখানকার মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা। তাঁদের সঙ্গে ছিলেন সাধারণ গ্রামবাসীরাও

+
চলছে

চলছে পুজার্চনা

দক্ষিণ ২৪ পরগনা: শনিবার সকাল থেকেই সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। তার আগে শুক্রবার সারারাত ধরে বিশেষ পূজো চলল মথুরাপুর লোকসভার একাধিক জায়গায়। বাজল শাঁখ, কাঁসর, ঘণ্টা। পুজোয় অংশ নিলেন মহিলারা।
কিন্তু ভোটের আগের দিন কেন এই পুজোর্চনা? খোঁজ নিয়ে জানা গেল, মথুরাপুরের তৃণমূল প্রার্থী বাপী হালদার যাতে নির্বাচনী লড়াইয়ে জয়ী হোন তার জন্যই এই বিশেষ পুজোপাঠের আয়োজন করেন সেখানকার মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা। তাঁদের সঙ্গে ছিলেন সাধারণ গ্রামবাসীরাও। অনেকেই বাপীকে জেতাতে ভগবানের কাছে মানত করেছেন। প্রত্যন্ত গ্রামগুলির বিভিন্ন জায়গাতেও চলেছে এই পুজো-অর্চনার কাজ।
advertisement
advertisement
একাধিক ঠাকুরথানে এই পুজো করা হয়েছে। মহিলারা রাত জেগেছেন। গণতন্ত্রের উৎসবে যোগ দেওয়ার আগে পুজো করে শুভ কাজে যোগ দেওয়ার উদ্যেশে এই কাজ করেছেন তাঁরা। এই ধরনের উদ্যোগ অতীতের ভোটের সময় বিশেষ একটা দেখা যায়নি। সেই দিক থেকে দেখতে গেলে এবার এক নতুন রীতির সূচনা হল। ভোরবেলায় এই পুজো শেষ হয়। ফলে ভোট পর্ব শুরুর সামান্য কিছু আগে সেখানকার মহিলাদের মধ্যে অনেকে বাড়ি ফেরেন। একটু বিশ্রাম নেন, তারপর আবার ভোট দিতে বেরিয়ে পড়েন।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: ভোটের আগের দিন সারারাত জুড়ে পুজো মথুরাপুরে, নেপথ্যে থেকে এই রাজনৈতিক দল...
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement