Lok Sabha Election 2024: এই জেলাতেই ২০০-এর বেশি স্পর্শকাতর বুথ, ভোটার বাড়ল অনেকটাই

Last Updated:

গত ১৬ মার্চের হিসাব অনুযায়ী, এখনও পর্যন্ত জেলায় ২০০-টির বেশি স্পর্শকাতর বুথ চিহ্নিত করা হয়েছে বলে জেলাশাসক জানান। যদিও পরিস্থিতি অনুযায়ী এই সংখ্যা বদলাতে পারে

+
আসানসোল

আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কার্যালয়।

পশ্চিম বর্ধমান: নির্বাচন কমিশন লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতেই প্রতিটি রাজনৈতিক দলের তৎপরতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তৃণমূল বাংলার ৪২ টি আসনেরই প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। বিজেপি ২০ টি এবং বামেরা ১৭ টি আসনে প্রার্থীর নাম জানিয়েছে। ঘোষিত প্রার্থীরা ইতিমধ্যেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন। যে সকল আসনে রাজনৈতিক দলগুলি প্রার্থীদের নাম ঘোষণা করেনি সেখানেও তারা নিজেদের মত করে সাংগঠনিক প্রস্তুতি চালাচ্ছে। এরই পাশাপাশি তৎপরতা তুঙ্গে উঠেছে প্রশাসনের।
এই প্রতিবেদনে আমরা পশ্চিম বর্ধমান জেলার ভোট চিত্রের দিকে একবার নজর রাখব। জেলায় মোট বুথ সংখ্যা কত, ভোটারের সংখ্যা‌ই বা কতজন? কত নতুন ভোটারের নাম নথিভুক্ত হয়েছেন এই সব কিছু সংক্রান্ত নির্বাচন কমিশনের তথ্য আপনাদের সামনে তুলে ধরা হবে। লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরই নির্বাচন সংক্রান্ত বিস্তারিত তথ্য দিয়েছেন জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক এস পোন্নাবলম।
advertisement
advertisement
গত ১৬ মার্চের হিসাব অনুযায়ী, এখনও পর্যন্ত জেলায় ২০০-টির বেশি স্পর্শকাতর বুথ চিহ্নিত করা হয়েছে বলে জেলাশাসক জানান। যদিও পরিস্থিতি অনুযায়ী এই সংখ্যা বদলাতে পারে। এখনও পর্যন্ত ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জেলায় এসেছে। তারা বিভিন্ন স্পর্শকাতর বুথ এলাকা সহ জেলার বিভিন্ন জায়গায় রুটমার্চ করছে। ইতিমধ্যেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নির্দেশ অনুযায়ী আদর্শ আচরণবিধি লাগু করা হয়েছে। মডেল কোড অফ কন্ডাক্ট অনুযায়ী কী করা যাবে, কী কী করা যাবে না সে বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। নির্বাচন বিধি যাতে ভঙ্গ না হয় সেদিকে নজর রয়েছে। অন্যদিকে জানা গিয়েছে, পশ্চিম বর্ধমান জেলায় মোট ভোটারের সংখ্যা ২৩ লক্ষ ৩ হাজার ৪২৫ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৪০ জন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
পশ্চিম বর্ধমান জেলায় রয়েছে দুটি লোকসভা কেন্দ্র। একটি আসানসোল, অপরটি বর্ধমান-দুর্গাপুর। জেলা প্রশাসন সূত্রে খবর, জেলায় মোট বুথের সংখ্যা ২৪৯৮ টি। অন্যদিকে জেলায় ভোটারের সংখ্যার ভিত্তিতে সবচেয়ে বড় বিধানসভা কেন্দ্র আসানসোল উত্তর এবং সবথেকে ছোট পাণ্ডবেশ্বর। আসন্ন লোকসভা নির্বাচনে নতুন ঘটনার সংখ্যা বেড়েছে অনেকটা। এই লোকসভা নির্বাচনে ১৮ থেকে ১৯ বছর বয়সী ভোটারদের সংখ্যা ৩৫ হাজার ৪৩৮ জন। যার মধ্যে ১৯,৭২৬ জন পুরুষ এবং ১৫,৭১১ জন মহিলা ভোটার রয়েছেন। তাছাড়া রয়েছেন একজন তৃতীয় লিঙ্গের ভোটার। জেলা প্রশাসন সূত্রে খবর, জেলায় এমন ২৪ টি বুথ থাকবে যেগুলির সমস্ত দায়িত্ব থাকবে মহিলা ভোট কর্মীদের উপর।
advertisement
নয়ন ঘোষ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: এই জেলাতেই ২০০-এর বেশি স্পর্শকাতর বুথ, ভোটার বাড়ল অনেকটাই
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement