Lok Sabha Election 2024: এই জেলাতেই ২০০-এর বেশি স্পর্শকাতর বুথ, ভোটার বাড়ল অনেকটাই
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
গত ১৬ মার্চের হিসাব অনুযায়ী, এখনও পর্যন্ত জেলায় ২০০-টির বেশি স্পর্শকাতর বুথ চিহ্নিত করা হয়েছে বলে জেলাশাসক জানান। যদিও পরিস্থিতি অনুযায়ী এই সংখ্যা বদলাতে পারে
পশ্চিম বর্ধমান: নির্বাচন কমিশন লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতেই প্রতিটি রাজনৈতিক দলের তৎপরতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তৃণমূল বাংলার ৪২ টি আসনেরই প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। বিজেপি ২০ টি এবং বামেরা ১৭ টি আসনে প্রার্থীর নাম জানিয়েছে। ঘোষিত প্রার্থীরা ইতিমধ্যেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন। যে সকল আসনে রাজনৈতিক দলগুলি প্রার্থীদের নাম ঘোষণা করেনি সেখানেও তারা নিজেদের মত করে সাংগঠনিক প্রস্তুতি চালাচ্ছে। এরই পাশাপাশি তৎপরতা তুঙ্গে উঠেছে প্রশাসনের।
আরও পড়ুন: বাড়িতে পোষ্য আছে? তবে এই সুখবর আপনার জন্য
এই প্রতিবেদনে আমরা পশ্চিম বর্ধমান জেলার ভোট চিত্রের দিকে একবার নজর রাখব। জেলায় মোট বুথ সংখ্যা কত, ভোটারের সংখ্যাই বা কতজন? কত নতুন ভোটারের নাম নথিভুক্ত হয়েছেন এই সব কিছু সংক্রান্ত নির্বাচন কমিশনের তথ্য আপনাদের সামনে তুলে ধরা হবে। লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরই নির্বাচন সংক্রান্ত বিস্তারিত তথ্য দিয়েছেন জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক এস পোন্নাবলম।
advertisement
advertisement
গত ১৬ মার্চের হিসাব অনুযায়ী, এখনও পর্যন্ত জেলায় ২০০-টির বেশি স্পর্শকাতর বুথ চিহ্নিত করা হয়েছে বলে জেলাশাসক জানান। যদিও পরিস্থিতি অনুযায়ী এই সংখ্যা বদলাতে পারে। এখনও পর্যন্ত ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জেলায় এসেছে। তারা বিভিন্ন স্পর্শকাতর বুথ এলাকা সহ জেলার বিভিন্ন জায়গায় রুটমার্চ করছে। ইতিমধ্যেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নির্দেশ অনুযায়ী আদর্শ আচরণবিধি লাগু করা হয়েছে। মডেল কোড অফ কন্ডাক্ট অনুযায়ী কী করা যাবে, কী কী করা যাবে না সে বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। নির্বাচন বিধি যাতে ভঙ্গ না হয় সেদিকে নজর রয়েছে। অন্যদিকে জানা গিয়েছে, পশ্চিম বর্ধমান জেলায় মোট ভোটারের সংখ্যা ২৩ লক্ষ ৩ হাজার ৪২৫ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৪০ জন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
পশ্চিম বর্ধমান জেলায় রয়েছে দুটি লোকসভা কেন্দ্র। একটি আসানসোল, অপরটি বর্ধমান-দুর্গাপুর। জেলা প্রশাসন সূত্রে খবর, জেলায় মোট বুথের সংখ্যা ২৪৯৮ টি। অন্যদিকে জেলায় ভোটারের সংখ্যার ভিত্তিতে সবচেয়ে বড় বিধানসভা কেন্দ্র আসানসোল উত্তর এবং সবথেকে ছোট পাণ্ডবেশ্বর। আসন্ন লোকসভা নির্বাচনে নতুন ঘটনার সংখ্যা বেড়েছে অনেকটা। এই লোকসভা নির্বাচনে ১৮ থেকে ১৯ বছর বয়সী ভোটারদের সংখ্যা ৩৫ হাজার ৪৩৮ জন। যার মধ্যে ১৯,৭২৬ জন পুরুষ এবং ১৫,৭১১ জন মহিলা ভোটার রয়েছেন। তাছাড়া রয়েছেন একজন তৃতীয় লিঙ্গের ভোটার। জেলা প্রশাসন সূত্রে খবর, জেলায় এমন ২৪ টি বুথ থাকবে যেগুলির সমস্ত দায়িত্ব থাকবে মহিলা ভোট কর্মীদের উপর।
advertisement
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 19, 2024 8:44 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: এই জেলাতেই ২০০-এর বেশি স্পর্শকাতর বুথ, ভোটার বাড়ল অনেকটাই