Lok Sabha Election 2024: ভোট প্রচারে বেরিয়ে যা করলেন জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী! দেখে অবাক সকলে
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Lok Sabha Election 2024: জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে তৃতীয় দফায়। ইতিমধ্যেই জোরকদমে প্রচার শুরু করেছেন প্রত্যেক প্রার্থী। প্রতিদিন দু'বেলা নিয়ম করে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন তাঁরা
মুর্শিদাবাদ: সাইকেল চালিয়ে কখনও আবার পায়ে হেঁটে চলল ভোটের প্রচার। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে জোরকদমে ভোট প্রচার চালাচ্ছেন জঙ্গিপুরের কংগ্রেস, তৃণমূল ও বিজেপি প্রার্থীরা। সাইকেল চালিয়ে ভোট প্রচার করতে দেখা গেল এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী তথা বর্তমান সাংসদ খলিলুর রহমান’কে। সঙ্গে ছিলেন মন্ত্রী আখরুজ্জামান।
জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে তৃতীয় দফায়। ইতিমধ্যেই জোরকদমে প্রচার শুরু করেছেন প্রত্যেক প্রার্থী। প্রতিদিন দু’বেলা নিয়ম করে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন তাঁরা। এবার সবুজ সাথীর সাইকেল নিয়ে নির্বাচনী প্রচার সারলেন রাজ্যের মন্ত্রী আখরুজ্জামান ও তৃণমূলের প্রার্থী খলিলুর রহমান। জঙ্গিপুর লোকসভার অন্তর্গত রঘুনাথগঞ্জ বিধানসভার লক্ষ্মী জোলা গ্রাম পঞ্চায়েতে এই অভিনব উপায়ে প্রচার করেন তাঁরা। আর সেখানেই কখনও হুড খোলা গাড়িতে, কখনও বা পায়ে হেঁটে কখনও বা সাইকেল চালিয়ে জনসংযোগ করে ভোটের নির্বাচনী প্রচার করলেন।
advertisement
advertisement
খলিলুর রহমান মুর্শিদাবাদ জেলার একজন প্রসিদ্ধ বিড়ি ব্যবসায়ী। ২০১৯ সালে প্রথম লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে তিনি জয়ী হন। এবার দ্বিতীয় বারের জন্য আবার প্রতিদ্বন্দিতা করছেন। প্রতিপক্ষে বিজেপি ও কংগ্রেস প্রার্থী থাকলেও তাঁদেরকে আমল দিতে নারাজ তিনি। যদিও নির্দল কাঁটা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে এখানে।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 10, 2024 3:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: ভোট প্রচারে বেরিয়ে যা করলেন জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী! দেখে অবাক সকলে