Lok Sabha Election 2024: মোষের পিঠে চাপার পর এবার মাথায় বালতি! প্রতীক পেতেই প্রচারের ঝাঁপালেন 'কুড়মি' অজিত
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Lok Sabha Election 2024: জঙ্গলমহলে নিজেদের জয়ের ব্যাপারে তিনি অনেকখানি আশাবাদী। এই প্রথমবার রাজনীতির ময়দানে আদিবাসী কুড়মি সমাজ। এতদিন রাজনৈতিক দলগুলির সমর্থন করে থাকলেও সরাসরি রাজনীতির ময়দানে এই প্রথমবার তারা লড়াইয়ে নেমেছেন
পুরুলিয়া: শেষ মুহূর্তে প্রচার চলছে সর্বত্র। স্বীকৃত রাজনৈতিক দলগুলো যে সুবিধা পায় নির্দলরা বা অসীকৃত রাজনৈতিক দলের প্রার্থীরা তা থেকে কিছুটা বঞ্চিত। তাই মনোনয়নপত্র জমা দেওয়ার পর নির্বাচন কমিশন প্রতীক চিহ্ন বরাদ্দ করলে তবেই ভালভাবে ভোটের প্রচারে ঝাঁপাতে পারেন তাঁরা।
সেই প্রতীক পেতেই এবার প্রচারে রীতিমত তুললেন পুরুলিয়া কেন্দ্রের কুড়মি সম্প্রদায়ের নির্দল প্রার্থী অজিত মাহাত। তাঁর জন্য বালতি প্রতীক বরাদ্দ করেছেন নির্বাচন কমিশন। সেই বালতি হাতেই ভোট প্রচারে ঝড় তোলেন পুরুলিয়ার কুড়মি প্রার্থী। পুরুলিয়া কেন্দ্রে ভোট প্রচারের একেবারে প্রথম দিন থেকেই নানাভাবে চোখ টানছেন তিনি। প্রথমত হলুদ গামছা, ফেট্টি, টি-শার্ট, টুপি ছাতা সব মিলিয়ে হলুদ রঙা প্রচার। তারপর মোষের পিঠে চড়ে মনোনয়নপত্র জমা দেওয়ার দিয়ে একবার রাজ্যবাসীর নজর কেড়েছেন অজিত মাহাত। এবার প্রতীক বালতি মাথায় করে মহিলারা প্রার্থী অজিতপ্রসাদ মাহাতকে নিয়ে পদযাত্রা করলেন পুরুলিয়া -১ নম্বর ব্লকে।
advertisement
আরও পড়ুন: তিন শিক্ষিকার কাণ্ড শুনলে আপনিও অবাক হবেন
advertisement
এ বিষয়ে কুড়মি প্রার্থী অজিত প্রসাদ মাহাত বলেন, বালতি ভর্তি ভোট দিয়ে আমাকে জিতিয়ে আনুন। আদিবাসী কুড়মি সমাজ নিজেদের লড়াই ও অধিকার আদায়ের জন্য চেষ্টা করে গিয়েছে। তাই বরাবরই মানুষের মন ছোঁয়ার জন্য তারা একের পর এক পদক্ষেপ নিয়েছে।
advertisement
প্রচারেও তাদের অভিনবত্ব থেকেছে যাতে মানুষের মনে দাগ কাটতে পারে। জঙ্গলমহলে নিজেদের জয়ের ব্যাপারে তিনি অনেকখানি আশাবাদী। এই প্রথমবার রাজনীতির ময়দানে আদিবাসী কুড়মি সমাজ। এতদিন রাজনৈতিক দলগুলির সমর্থন করে থাকলেও সরাসরি রাজনীতির ময়দানে এই প্রথমবার তারা লড়াইয়ে নেমেছেন।
প্রচার , মিটিং, মিছিলে থাকছে প্রতিদিন নয়া চমক। আর এবার প্রতীক চিহ্ন নিয়ে প্রচার করে মানুষের মনে দাগ কাটলেন তারা। আগামী ২৫ তারিখে ভোট গ্রহণ হবে জঙ্গলমহলের পুরুলিয়াতে। ইতিমধ্যেই প্রচার তুঙ্গে সব কটি রাজনৈতিক দলেরই। তবে সংসদে কে যাবেন তা দেখতে অপেক্ষা ভোট পর্ব শেষ হওয়া পর্যন্ত জেলার মানুষের কাছে।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 15, 2024 9:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: মোষের পিঠে চাপার পর এবার মাথায় বালতি! প্রতীক পেতেই প্রচারের ঝাঁপালেন 'কুড়মি' অজিত