Lok Sabha Election 2024: সাইকেল চালিয়ে হঠাৎই সীমান্তের গ্রামে জেলাশাসক

Last Updated:

Lok Sabha Election 2024: সাধারণত কাঁচঢাকা গাড়িতেই জেলাশাসকের মত উচ্চপদস্থ আমলাদের দেখে অভ্যস্ত গ্রামের সাধারণ মানুষ। সেই তাঁকেই সাধারণ মানুষের মত সাইকেল চালাতে দেখে তাজ্জব সকলে

+
সাইকেল

সাইকেল চালিয়ে গ্রামে এলেন জেলাশাসক

নদিয়া: সাইকেল চালিয়ে হঠাৎই সীমান্তবর্তী গ্রামে হাজির খোদ জেলাশাসক। তাঁকে দেখে রীতিমতো হতভম্ব হয়ে যান গ্রামবাসীরা। ভীমপুর থানার অন্তর্গত হুদাপাড়া প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সাইকেল চালিয়ে পরিদর্শনে যান নদিয়ার জেলাশাসক এস অরুণ প্রসাদ।
সাধারণত কাঁচঢাকা গাড়িতেই জেলাশাসকের মত উচ্চপদস্থ আমলাদের দেখে অভ্যস্ত গ্রামের সাধারণ মানুষ। সেই তাঁকেই সাধারণ মানুষের মত সাইকেল চালাতে দেখে তাজ্জব সকলে। এদিন সকালে সাইকেল চালিয়ে এসে তিনি প্রথমে স্কুল পরিদর্শন করেন এবং সাধারন মানুষের সঙ্গে কথা বলেন। এলাকায় ভোট কেমন হয় তা সাধারণ মানুষের কাছে খোঁজ নেন। পাশাপাশি এই গ্রাম সীমান্ত সংলগ্ন হওয়ায় সীমান্ত সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথাও তিনি শোনেন এবং এই সমস্যাগুলি নির্বাচনের পর খতিয়ে দেখবেন বলে প্রতিশ্রুতি দেন।
advertisement
advertisement
জেলাশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন এসডিও ও চাপরা ব্লকের আধিকারিকরা। গ্রামের বিভিন্ন পাড়ায় পায়ে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন জেলাশাসক, তাঁদের অভাব অভিযোগ শোনেন l জেলাশাসককে কাছে পেয়ে খুশি গ্রামের সাধারণ মানুষ। তাঁকে দেখতে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। তাদের সঙ্গেও গণতান্ত্রিক উপায়ে নির্ভীকভাবে ভোটদানের নানান কথাবার্তা আলোচনা করেন তিনি। এর পাশাপাশি ভোটকেন্দ্রের উপযুক্ত বিভিন্ন পরিকাঠামো খতিয়ে দেখেন।
advertisement
মৈনাক দেবনাথ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: সাইকেল চালিয়ে হঠাৎই সীমান্তের গ্রামে জেলাশাসক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement