Lok Sabha Election 2024: পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত দেখতে চান দিলীপ, আত্মবিশ্বাসী কীর্তি
- Reported by:Nayan Ghosh
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Lok Sabha Election 2024: ফলাফল ঘোষণার প্রাথমিক ট্রেন্ড দেখে নিজের জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ
পশ্চিম বর্ধমান: শুরু থেকেই বর্ধমান-দুর্গাপুর এই লোকসভা কেন্দ্রের দিকে নজর ছিল রাজনৈতিক মহলের। কারণ এখানে লড়াই হয়েছে মূলত দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে। একজন তৃণমূলের প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। অন্যজন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আর নির্বাচনের ফলাফল ঘোষণার দিন দু’জনকেই দেখা গেল আত্মবিশ্বাসী রূপে।
ফলাফল ঘোষণার দিন দু’জনেই হাজির হয়েছিলেন ভোট গণনা কেন্দ্রে। ফলাফল ঘোষণার প্রাথমিক ট্রেন্ড দেখে নিজের জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, তিনি জয় নিয়ে ভাবছেন না। তিনি ভাবছেন কত ব্যবধানে জয় পাবেন তা নিয়ে। অন্যদিকে তিনি বিজেপি প্রার্থীকে কটাক্ষ করতেও ছাড়েননি। সকাল সকাল মাথায় টিকা লাগিয়ে খোশ মেজাজেই দিন দেখা গিয়েছে তৃণমূল প্রার্থীকে।
advertisement
আরও পড়ুন: ভোট দশমীতে ভিলেন বর্ষা, গণনা শুরুতে দেরি
advertisement
এদিকে দিলীপ ঘোষকেও বেশ খোশ মেজাজে দেখা গিয়েছে। ভোটের ফলে পিছিয়ে থাকলেও সম্পূর্ণ ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত বিশেষ মন্তব্য করতে চাননি তিনি। দিলীপ বলেন, মানুষকে ধন্যবাদ। তাঁরা নিজেদের মত ভোট বাক্সে বন্দি করেছেন। যেভাবে উৎসাহ নিয়ে জনগণ ভোটদান করেছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ দেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, ফলাফল ঘোষণা সম্পূর্ণ হলে তারপরই তিনি নিজের প্রতিক্রিয়া জানাবেন।
advertisement
সবমিলিয়ে নির্বাচনের ফলাফল ঘোষণার দিন সকাল থেকেই বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে দেখা গিয়েছে টানটান উত্তেজনা। তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে স্নায়ুযুদ্ধ চললেও, যারা এই লড়াইয়ের কান্ডারী অর্থাৎ দুই প্রার্থীকে খোশ মেজাজে দেখা গিয়েছে। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে দিলীপ ঘোষ বা কীর্তি আজাদ কেউই প্রচারে এক ইঞ্চি জমি ছাড়েননি। জোরদার প্রচার চালিয়েছেন। নির্বাচনের দিন নিজের লোকসভা কেন্দ্রে এপ্রান্ত থেকে ওপ্রান্ত ঘুরেছেন দুজনেই। আর ফলাফল ঘোষণার দিন সকাল থেকে দুজনকে দেখা গিয়েছে খোশমেজাজে।
advertisement
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 04, 2024 11:41 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত দেখতে চান দিলীপ, আত্মবিশ্বাসী কীর্তি








