Lok Sabha Election 2024: শেষ রবিবাসরীয় প্রচারে বেরিয়ে আত্মবিশ্বাসী তৃণমূলের দেবাংশু

Last Updated:

Lok Sabha Election 2024: শেষ রবিবাসরীয় প্রচারে বেরিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। জানালেন তমলুকের মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গেই আছে।

+
তমলুক

তমলুক শহরে প্রচারে দেবাংশু

তমলুক: গতকাল, রবিবাসরীয় প্রচারে বেরিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। জানালেন তমলুকের মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গেই আছে। ১৯ মে তমলুক শহর জুড়ে ভোটের প্রচারে বের হয় দেবাংশু ভট্টাচার্য। তমলুক শহরের ১১ নম্বর ওয়ার্ড থেকে ২০ নম্বর ওয়ার্ড পর্যন্ত ভোটের প্রচারের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন দেবাংশু। তীব্র গরম উপেক্ষা করে শেষ রবিবাসরীয় প্রচারে ঝড় তুলতে মরিয়া শাসকদলের এই তরুণ তুর্কি নেতা। আর প্রচারে বেরিয়ে নিজের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি।
আরও পড়ুনঃ সোমবার রাজ‍্যে পঞ্চম দফার ভোট! কোন কোন আসনে? হেভিওয়েট প্রার্থী তালিকায় কারা? দেখে নিন এক ঝলকে
তমলুক লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণের দিন ২৫ মে। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই প্রচারের জোর বাড়ছে প্রতিটি রাজনৈতিক দলগুলির। শেষ রবিবাসরীয় ভোট প্রচারে তমলুক টাউনে বিভিন্ন ওয়ার্ডে ঘুরলেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। প্রচারের কোথাও রজনীগন্ধার মালা পরিয়ে দিচ্ছেন কোথাও আবার ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন সাধারণ মানুষজনেরা। তীব্র দাবদাহের কারণে প্রচারের মাঝেই গ্লুকোজ জল খেয়ে শরীরের তৃষ্ণা নিবারণ করছেন প্রার্থী। ফলে সবকিছু মিলিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শেষ রবিবারটিকে জোর কদমে প্রচারের কাজে লাগালেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।
advertisement
advertisement
লোকসভা ভোটের প্রচারে বেড়িয়ে বার দিন ভুলে যাচ্ছেন দেবাংশু। এদিন রবিবাসরীয় প্রচারে তমলুকে ভোট প্রচারে বেরিয়ে তিনি জানান, ‘ভোটের প্রচারে এতটাই ব্যস্ত কোনটি কোন বার বা কোন দিন মনে থাকছে না। যখন দেখছেন রাস্তাঘাটে লোকজন নেই বাড়িতে মানুষজন রয়েছে তখন মনে হচ্ছে রবিবার। এছাড়াও তিনি জানান তমলুক শহরের তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। তাম্রলিপ্ত পৌরসভার এলাকা থেকে লোকসভা নির্বাচনে ভাল লিড পাবে তৃণমূল কংগ্রেস।’ ভোট প্রচারে শেষ রবিবার তমলুক শহরকেই বেছে নিয়েছে তৃণমূল কংগ্রেসের এই তরুণ প্রার্থী।
advertisement
সৈকত শী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: শেষ রবিবাসরীয় প্রচারে বেরিয়ে আত্মবিশ্বাসী তৃণমূলের দেবাংশু
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement