Lok Sabha election 2024: চড়া রোদে রাস্তায় ঘুরে ঘুরে বিশেষ গান গাইছেন বাউল শিল্পী! কারণ জানলে চমকে উঠবেন

Last Updated:

নির্বাচন কমিশনের সম্মানিত শিল্পী পূর্ব বর্ধমানের স্বপন দত্ত বাউল সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে নিজের উদ্যোগেই বিনা পারিশ্রমিকে মানুষকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করছেন

+
বাউল

বাউল শিল্পী

বাঁকুড়া: আসন্ন ২০২৪ লোকসভা ভোটের দিনক্ষণ ইতিমধ্যে ঘোষনা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আগামী ১৯ এপ্রিল প্রথম দফার ভোট। স্বাভাবিকভাবেই প্রতিটি রাজনৈতিক দল ময়দানে নেমে পড়েছে। প্রার্থীরা প্রতিদিন দুয়ারে দুয়ারে গিয়ে ভোট প্রচার করছেন। আর তার‌ই মাঝে এ যেন চমক। বিনা পারিশ্রমিকে ভোটকে মাথায় রেখে ময়দানে নেমে পড়েছেন জনপ্রিয় বাউল শিল্পী স্বপন দত্ত।
নির্বাচন কমিশনের সম্মানিত শিল্পী পূর্ব বর্ধমানের স্বপন দত্ত বাউল সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে নিজের উদ্যোগেই বিনা পারিশ্রমিকে মানুষকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করছেন। বাঁকুড়া জেলা ও বাঁকুড়া শহরের পথে পথে সাধারণ মানুষকে বাউল গানের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার জন্য সচেতন করছেন বাউল শিল্পী স্বপন দত্ত। প্রাক্তন রাষ্ট্রপতির দ্বারা প্রশংসিত পূর্ব বর্ধমানের বাউল শিল্পী স্বপন দত্ত এক হাতে একতারা নিয়ে ও অন্য হাতে কোল ডুগি বাজিয়ে নিজের লেখা ও নিজের সুরে বাউল গান গেয়ে ভোট নিয়ে সচেতন করছেন অসাধারণ মানুষকে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
তিনি সবাইকে বলছেন ‘শান্তিপূর্ণভাবে ভোট দাও, শান্তি ভঙ্গ কেউ করো না’। এই বিষয়ে শিল্পী স্বপন দত্ত বাউল বলেন, বাঁকুড়া জেলার জমজমাট লোকালয়ে ভোট সচেতনতার প্রচার করে মানুষের কাছ থেকে অনেক ভালবাসা পাচ্ছেন। এর জন্য নির্বাচন কমিশনের কাছ থেকে কোন‌ও পারিশ্রমিক নেবেন না বলেও জানিয়েছেন।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha election 2024: চড়া রোদে রাস্তায় ঘুরে ঘুরে বিশেষ গান গাইছেন বাউল শিল্পী! কারণ জানলে চমকে উঠবেন
Next Article
advertisement
চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু, বৃহস্পতিবার ১৬৬জনকে নিয়োগপত্র দেবে পর্ষদ
চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু, ১৬৬জনকে নিয়োগপত্র দেবে পর্ষদ
  • চাকরিহারা ১৬৬ শিক্ষককে বৃহস্পতিবার পুনর্নিয়োগপত্র দেবে পর্ষদ

  • ২০১৬ সালের নিয়োগের আগে চাকরি পাওয়া শিক্ষকরা পুরনো চাকরিতে ফিরবেন

  • চার হাজারেরও বেশি চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর অনুমোদন

VIEW MORE
advertisement
advertisement