জনবসতির মধ্যে কোয়ারেন্টাইন সেন্টার! বারাসতে বিক্ষোভ, প্রবল যানজট জাতীয় সড়কে

Last Updated:

যশোর রোড, টাকি রোড এবং ৩৪ নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

#বারাসত: ঘন জনবসতিপূর্ণ এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করার প্রতিবাদে বারাসত চাপাডালি মোড়ে মঙ্গলবার প্রায় ঘন্টাখানেকের বেশী সময় ফরওয়ার্ড ব্লক ও সিপিএমের যৌথ উদ্যোগে বিক্ষোভ অবরোধ করে রাখে। আন্দোলন বিক্ষোভের নেতৃত্ব দানকারী ফরওয়ার্ড ব্লক নেতা সঞ্জীব চট্টোপাধ্যায়ের দাবি, উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। বারাসাত পৌরসভার বিভিন্ন ঘন জনবসতিপূর্ণ এলাকায় সর্বস্তরে কথা না বলেই কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা হচ্ছে। যাতে স্থানীয় মানুষের আপত্তি রয়েছে ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। সঞ্জীব বাবু দাবি করেন, কোয়ারেন্টাইন সেন্টার অবশ্যই প্রয়োজন কিন্তু সেটা ঘন জনবসতিহীন অঞ্চলে করতে হবে। পাশাপাশি পৌরবোর্ডের পরিবর্তে যে প্রশাসক বসানো হয়েছে পুরসভায় তাঁর নেতৃত্বে সর্বত্র ওয়ার্ডগুলোতে দলমত নির্বিশেষে, নিরপেক্ষভাবে, অগ্রাধিকারের ভিত্তিতে সমান ভাবে যাতে কাজ হয় তার দাবিতে এই অবরোধ।
সকাল ১১ টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলে। পরে বারাসত থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায় এবং তাঁদের দাবি মেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ ওঠে। প্রায় এক ঘণ্টারও বেশি সময় অবরোধের ফলে যশোর রোড, টাকি রোড এবং ৩৪ নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জনবসতির মধ্যে কোয়ারেন্টাইন সেন্টার! বারাসতে বিক্ষোভ, প্রবল যানজট জাতীয় সড়কে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement