North 24 Parganas News: সীমান্তে আইসিডিএস কেন্দ্র তৈরি আটকালো স্থানীয়রাই, কারণ জানলে অবাক হবেন
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
North 24 Parganas News: সীমান্ত এলাকায় তৈরি হওয়া আইসিডিএস সেন্টার বন্ধ করলেন স্থানীয়রাই। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
উত্তর ২৪ পরগনা: সীমান্ত এলাকায় তৈরি হওয়া আইসিডিএস সেন্টার বন্ধ করলেন স্থানীয়রাই! গাইঘাটা থানার ডুমা গ্রাম পঞ্চায়েতের বড় সেহানা সম্মেলনে প্রাথমিক বিদ্যালয় এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নতুন ভবন নির্মাণের কাজ শুরু হলেও, সেটি অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হওয়ার অভিযোগ। সেই অভিযোগ এনে কাজ বন্ধ করে দিল স্থানীয় এলাকাবাসীরা।
অভিযোগ নিম্নমানের জমাট বাধা সিমেন্ট, নিম্নমানের পাথর, বালি দিয়ে বিল্ডিং এর কলম তৈরি করা হয়। ব্যবহার করা লোহার রডও ভাল মানের নয়। এরপরই নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হওয়া ওই আইসিডিএস সেন্টারের একটি ভিডিও ভাইরাল হয় এলাকায়। যেখানে দেখা যায় সিমেন্টের চাঙর খসে পড়ছে। ফলে এই ভবন নির্মাণ হলে ভবিষ্যতে যে কোন মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটলে এর দায় কে নেবে সেই প্রশ্ন তুলেই নির্মাণ কাজ বন্ধ করে দেন এলাকার সচেতন মানুষজন।
advertisement
আরও পড়ুনঃ KKR News: স্টার্কের বিদায় পাকা! সাড়ে ছয় ফুটের ভয়ঙ্কর বিদেশী পেসারকে নেবে কেকেআর! বড় আপডেট
advertisement
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালে ভবনটির টেন্ডার হয়। প্রায় ১১ লক্ষ টাকা ব্যয়ে অঙ্গনওয়াড়ি ভবনটি নির্মাণের জন্য ধার্য করা হয়। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই খুব সৃষ্টি হয়েছে ওই এলাকায়। গোটা বিষয়টি জানিয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপিও দেন এলাকার মানুষজন। এখন দেখার স্থানীয়দের দাবি মেনে এই আইসিডিএস ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রীর বদল হয় কিনা।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 22, 2024 6:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: সীমান্তে আইসিডিএস কেন্দ্র তৈরি আটকালো স্থানীয়রাই, কারণ জানলে অবাক হবেন