#তমলুকে: প্রহরিবিহীন রেলক্রসিং-এ ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ল একটি প্রাইভেট মারুতি গাড়ি! এরপরই রেললাইন অবরোধ করে স্থানীয়দের ক্ষোভ-বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের তমলুকে।
আরও পড়ুন: সংসদের ৬৩ নম্বর ঘরে থাকবে নজর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেপ-টক নিয়ে জল্পনা তুঙ্গে
আরও পড়ুন: জাদুঘরে CPIM! 'ডিপফ্রিজের' পর নতুন আক্রমণে তৃণমূল, 'আসল' লক্ষ্য নিয়ে জল্পনাপরিস্থিতি দেখে মারুতির ড্রাইভার গাড়ি থেকে নেমে ট্রেনটিকে হাত দেখিয়ে থামানোর চেষ্টা করেছিলেন। কিন্তু প্রচন্ড গতিতে থাকায় ট্রেনটি না থামানো সম্ভব হয়নি। মারুতিকে উদ্দেশ্যেই এগিয়ে যায়। মারুতি গাড়িটিকে ধাক্কা মেরে প্রায় ৬০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায় ট্রেনটি। তবে বড় কোন দুর্ঘটনা বা প্রাণহানীর ঘটনা ঘটেনি। এই ঘটনার জেরে স্থানীয় বাসিন্দারা ট্রেন অবরোধ বিক্ষোভ দেখান দীর্ঘক্ষণ। তাঁদের অভিযোগ, বহুদিন ধরে এই জায়গায় রেল গেটের দাবি জানানো হয়েছে। কিন্তু কোনও সুরাহা হয়নি। সেই কারণেই একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে বলে অভিযোগ তাঁদের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Accident, West Bengal news