Local Tennis: আইপিএলের ধাঁচে লন টেনিস! চ্যাম্পিয়ন জমজ বোন
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
Local Tennis: চুঁচুড়ার যমজ বোন দ্রিমি বিশ্বাস ও দ্রুতি বিশ্বাস সকলকে তাক লাগিয়ে দিয়েছেন, লন টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন তাঁরা
হুগলি: আইপিএলের ধাঁচে লন টেনিস প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল কলকাতায়। সেখানেই জুনিয়র বিভাগে জয়লাভ করেছে হুগলির চুঁচুড়ার দুই যমজ বোন। জয়ের আনন্দ গোটা পরিবারের মধ্যে। আগামী দিনে লন টেনিসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চায় চুঁচুড়ার দুই যমজ বোন দ্রিমি বিশ্বাস ও দ্রুতি বিশ্বাস।
চুঁচুড়া ফানসাইড রোড, কোদালিয়া-১ পঞ্চায়েতের বাসিন্দা দিলীপ বিশ্বাস ও রানু বিশ্বাসের যমজ কন্যা দ্রিমি ও দ্রুতি। চন্দননগর সেন্ট অ্যান্টনি হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী দুজনেই। বাবা দিলীপ ও মা রানু দু’জনেই স্কুল শিক্ষিক। ছোট বেলাতেই দুই মেয়ের যাতে শরীর স্বাস্থ্য ভাল থাকে সেই কারণে খেলাধুলোয় ভর্তি করেছিলেন বাবা। সাত বছর বয়স থেকেই লন টেনিস র্যাকেট হাতে মাঠে নেমেছে দুই বোন। তারপরই অল্প অল্প করে এগিয়ে চলেছে তারা। এবার দুই যমজ বোন পেল বড় সাফল্য।
advertisement
advertisement
দুর্গাপুর টেনিস ক্লাবের হয়ে, বেস্ট লাইন ওয়ারিয়ার্স ফ্র্যাঞ্চাইজি কিনেছিল চুঁচুড়ার দুই যমজ বোনকে। তিরিশ হাজার টাকা নিলামে দর উঠেছিল দুই বোনের। খেলার ময়দানে দ্রিমি ও দ্রুতি দুজনেই দুর্দান্ত পারফর্ম করে নজর কেড়েছে। আগামী দিনে আরও অনেকদূর যাওয়ার বিষয়ে তারা দৃঢ়প্রতিজ্ঞ।
advertisement
টেনিস চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম কর্ণধার ঋষি দাস তিনি জানান, এই ধরনের প্রতিযোগিতা এর আগেও তাঁরা করেছিলেন। তবে সেটি ছিল সম্পূর্ণ বিভিন্ন রাজ্যের সিনিয়র প্লেয়ারদের নিয়ে। তবে জুনিয়রদের এই খেলার প্রতি উৎসাহিত করা এবং আগামী দিনে যাতে ছোট থেকেই খেলা, ম্যাচ টেম্পারমেন্ট এই সমস্ত কিছু খেলোয়ারদের মধ্যে তৈরি হয় সেই কারণেই এই বছর প্রথম তারা এই জুনিয়র চ্যাম্পিয়ন্স লিগের আয়োজন করেছিলেন। এখানে একেবারে যেভাবে আইপিএলের নিলাম হয় সেভাবেই সমস্ত প্লেয়ারদের নিলাম মারফত কিনেছিল ফ্র্যাঞ্চাইজিরা। সেখান থেকেই জয়লাভ করেছে চুঁচুড়ার দ্রিমি বিশ্বাস ও দ্রুতি বিশ্বাস দুই জমজ বোন।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 05, 2024 5:17 PM IST