Villagers Made Bamboo Bridge: ইচ্ছেটাই আসল কথা! প্রশাসন পারেনি, শেষমেশ বাসিন্দারাই নিজেদের স্বেচ্ছাশ্রমে গড়ে ফেলল নদী পারাপারে বাঁশের সেতু

Last Updated:

নেই প্রশাসনের নজরদারি, তাই হাতেহাত মিলিয়ে সেতু বানালেন গ্রামবাসীরা!

+
শালদহ

শালদহ নদীর উপর অস্থায়ী সেতু নির্মাণ

পুরুলিয়া: বর্ষা আসলেই জীবন যেন দুর্বিষহ হয়ে ওঠে ঝালদা দু’নম্বর ব্লকের বামনিয়া বেলডি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত  আশেপাশে বেশ কয়েকটি গ্রামের মানুষদের। এই গ্রাম পঞ্চায়েতের বরুয়াকোচা থেকে পাড়ুয়া যাওয়ার যোগাযোগের অন্যতম রাস্তার শালদহ নদী।‌ বছরের অন্যান্য সময় নদীতে জল প্রায় শুকিয়ে যায়, সেই কারণে এই নদীর উপর দিয়ে নিত্য যাতায়াত করেন বহু মানুষ। কিন্তু বর্ষার দিনে এই পথ বন্ধ হয়ে যায়। বহু আবেদন নিবেদন করেও এই নদীর উপর তৈরি হয়নি সেতু। তাই এবার গ্রামের মানুষজনই স্বেচ্ছাশ্রম দিয়ে সেতু নির্মাণের কাজে হাত লাগালেন। ‌
এই নদীর উপর সেতু না থাকায় বর্ষাকালে বরুয়াকোচা, পটমাডি, নওয়াগোর সহ বেশ কয়েকটি গ্রামের সঙ্গে বেগুনকোদর, চাতমবাড়ি হাইস্কুল, কোটশিলা বাজার সহ বেশ কয়েকটি গ্রামের  যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সমস্যার মধ্যে পড়তে  হয় গ্রামবাসী থেকে ছাত্র-ছাত্রীদের। যদিও একটি রাস্তা রয়েছে কিন্তু সেটি প্রায় ছয় কিলোমিটার ঘুরপথে যেতে হয়।
advertisement
advertisement
এবিষয়ে গ্রামের বাসিন্দারা জানান, এই শালদহ নদীর উপর সেতু না থাকায় তাদের নানা সমস্যার মধ্যে পড়তে হয়। প্রতিবছর বর্ষার জল নদীতে বাড়লে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বহুবার প্রশাসনকে জানিয়েও এই সমস্যার সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ স্বেচ্ছাশ্রম দিয়ে বর্ষার পূর্বে বাঁশ ও কাঠ দিয়ে অস্থায়ী সেতু তৈরী নির্মান করল। তাদের দাবি, অবিলম্বে প্রশাসন এই সেতু নির্মাণ করুক।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে বামনিয়া বেলাডি গ্রাম পঞ্চায়েত প্রধান পরি কৈবর্ত বলেন, গ্রামবাসীদের এই সমস্যা দীর্ঘদিনের। কিন্তু পঞ্চায়েত থেকে এতবড় সেতু তৈরী সম্ভব নয়। তাই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। কি করে ওই এলাকার মানুষের সমস্যার সমাধান হয় তার চেষ্টা করা হচ্ছে। এই রাস্তার উপর নির্ভরশীল বহু মানুষ। সেতু না থাকায় চরম সমস্যায় পড়তে হয় তাদের ‌ কবে এই সেতু নির্মাণ হবে সেই অপেক্ষায় এলাকার বহু মানুষ।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Villagers Made Bamboo Bridge: ইচ্ছেটাই আসল কথা! প্রশাসন পারেনি, শেষমেশ বাসিন্দারাই নিজেদের স্বেচ্ছাশ্রমে গড়ে ফেলল নদী পারাপারে বাঁশের সেতু
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement