ব্যাঙ্ক ধর্মঘটে নাজেহাল ! প্রতিবাদে ব্যাঙ্কে তালা ঝুলিয়ে দিলেন খোদ আমানতকারীরা
Last Updated:
#বর্ধমান: রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে তালা ঝোলালেন আমানতকারীরা। ফেটে পড়লেন বিক্ষোভে ! নাজেহাল ব্যাঙ্কের কর্মী আধিকারিকরা, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হল রাস্তায়।
ঘটনাটি ঘটেছে বর্ধমানের বাজেপ্রতাপপুর এলাকার ইউকো ব্যাঙ্কের শাখায় ! জানা গিয়েছে, দু দিন ব্যাঙ্ক কর্মীদের ডাকা ব্যাঙ্ক ধর্মঘটের জেরে চূড়ান্ত দুর্ভোগে পড়েছিলেন বাসিন্দারা। প্রতিবাদে আজ সকালে ব্যাঙ্কের গেটে তালা ঝুলিয়ে দিলেন আমানতকারীরা। তাঁদের বক্তব্য, ব্যাঙ্ক যে বন্ধ থাকবে এমন কোনও তথ্য আগাম জানানো হয়নি। ফলে অনেকেই এসে ফিরে গিয়েছেন। আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্তও হয়েছেন অনেকে। এই ভোগান্তি, দুর্ভোগের প্রতিবাদেই ব্যাঙ্কের শাখা বন্ধ রেখে ব্যাঙ্কর্মীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখলেন বাসিন্দারা। অবশ্য দেড় ঘন্টা পর খুলে দেওয়া হয় ব্যাঙ্কের তালা, শুরু হয় ব্যাঙ্কের স্বাভাবিক কাজকর্ম।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 10, 2019 8:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ব্যাঙ্ক ধর্মঘটে নাজেহাল ! প্রতিবাদে ব্যাঙ্কে তালা ঝুলিয়ে দিলেন খোদ আমানতকারীরা