আশঙ্কা সত্যি করে বাঁকুড়ায় কি তবে ঢুকে পড়ল পঙ্গপাল? প্রবল আতঙ্কে এলাকাবাসী
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
প্রাথমিকভাবে পাকিস্তান থেকে রাজস্থানে পৌঁছয় এই পঙ্গপালের দল ৷ এখন ধীরে ধীরে ছত্তীসগড়েও নিজেদের ব্যাপক প্রভাব বিস্তার করে ফেলেছে এরা ।
#বাঁকুড়া: করোনা ভাইরাস আক্রমণে সারা দেশের অর্থনীতি একেবারে ভেঙে পড়েছে ৷ মড়ার ওপর খাঁড়ার ঘা মারাত্মক পঙ্গপালের হানা ৷ গত ২৭ বছরের সবচেয়ে বড় পঙ্গপালের হানা শুরু হয়েছে ভারতের এক বড় অংশ জুড়ে ৷ এখনও পর্যন্ত রাজস্থান, পঞ্জাব, মধ্যপ্রদেশ, গুজরাত, মহারাষ্ট্র ইতিমধ্যেই বিধ্বস্ত হয়ে পড়েছে এই হানায় ৷ প্রাথমিকভাবে পাকিস্তান থেকে রাজস্থানে পৌঁছয় এই পঙ্গপালের দল ৷ এখন ধীরে ধীরে ছত্তীসগড়েও নিজেদের ব্যাপক প্রভাব বিস্তার করে ফেলেছে এরা ।
দেশের অন্যতম কৃষিপ্রধান রাজ্য বাংলার কৃষি কর্তাদেরও রাতের ঘুম কেড়েছে পঙ্গপালের আতঙ্কে । করোনার জেরে লকডাউন আর তারপর আমফানে বাংলার ফসলে এমনিতেই মারাত্মক ক্ষতি হয়েছে । তার মধ্যে পঙ্গপাল হানা দিলে চাষীদের না খেতে পেয়ে মরা ছাড়া আর কোনও উপায় থাকবে না । এরমধ্যেই মঙ্গলবার হঠাৎই বাঁকুড়ার জঙ্গলে পঙ্গপালের আতঙ্কে কাঁটা স্থানীয়রা । জঙ্গলের শালপাতা নিমেষে নিঃশেষ হয়ে যাচ্ছে দেখে সকলেই ভেবে বসেন পঙ্গপালের আক্রমণ শুরু হয়ে গিয়েছে ।
advertisement
বাঁকুড়ার রাধানগর গ্রামে এই কথা রটতেই গ্রামবাসীরা প্রবল আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন । পঙ্গপালের খবর পেয়েই এলাকায় যান বন দফতরের কর্মীরা। তবে সব পরিস্থিতি দেখেশুনে তাঁরা জানিয়ে দেন, পঙ্গপাল নয়, স্থানীয় জঙ্গলে এমন অনেক পোকা থাকে যারা শালপাতা খায় । এই ঘটনা প্রথমবার ঘটেনি। ফেল আতঙ্কগ্রস্ত হওয়ার কোনও কারণ নেই । এখনই কোনও পদক্ষেপও করা হচ্ছে না। কীটনাশক ব্যবহারও হচ্ছে না বলে জানায় বনদফতর।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 02, 2020 4:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আশঙ্কা সত্যি করে বাঁকুড়ায় কি তবে ঢুকে পড়ল পঙ্গপাল? প্রবল আতঙ্কে এলাকাবাসী