Tribeni Railway Over Bridge: শেষ হতে চলেছে জ্যামে ফাঁসার দিন, এবার স্যাট করে পৌঁছন যাবে ত্রিবেণী! বিরাট পদক্ষেপ নিচ্ছে প্রশাসন, রেল

Last Updated:

Tribeni Railway Over Bridge: কুম্ভমেলা, মিলন মেলা, গাজি দরগার উরষে বহু লোক সমাগম হয়। এছাড়া ত্রিবেণী শ্মশান ঘাটে অনেক গাড়ি ঢোকে। রাস্তা চলাচলে সমস্যা হয় রেলগেটে।

+
ত্রিবেণী

ত্রিবেণী

হুগলি: কুম্ভমেলা, মিলন মেলা, গাজি দরগার উরষে বহু লোক সমাগম হয়। এছাড়া ত্রিবেণী শ্মশান ঘাটে অনেক গাড়ি ঢোকে। রাস্তা চলাচলে সমস্যা হয়। রেলগেটে দাঁড়িয়ে থাকতে হয় দীর্ঘক্ষণ। সেই সমস্যা দূর করতে ত্রিবেণী রেল স্টেশনের কাছে চার নম্বর রেলগেটের উপর দিয়ে রেলওভার ব্রীজ তৈরির প্রস্তাব দেওয়া হয় বিভিন্ন মহল থেকে। সেই প্রস্তাব বাস্তবায়িত করতে শুরু হয়েছে তৎপরতা।
হুগলির চুঁচুড়া সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী, ভাইস চেয়ারম্যান শিল্পী চট্টোপাধ্যায়কে নিয়ে ত্রিবেণীর প্রস্তাবিত আরওবি এলাকা ঘুরে দেখেন। ছিলেন আরপিএফ আধিকারিকরা। রেল ও রাজ্য যৌথভাবে এই ব্রীজ তৈরি হলে ত্রিবেণীর যানজট সমস্যা দূর হবে। এলাকার বাসিন্দারা চাইছেন দ্রুত ব্রীজ তৈরি হোক।
advertisement
advertisement
ত্রিবেণী একটি প্রাচীন জনপদ। ত্রিবেণী সঙ্গমে ২০২১ সাল থেকে নতুন করে কুম্ভ মেলা শুরু হয়েছে। শিবপুর মাঠে এক মাস ধরে চলে মিলন মেলা। গাজী দরগার উরষ উৎসবে বহু মানুষের উপস্থিতি থাকে। অপারিসর রাস্তায় গাড়ি চলাচল করাই সমস্যা হয়ে দাঁড়ায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
বাঁশবেড়িয়ার চেয়ারম্যান আদিত্য নিয়োগী বলেন, ত্রিবেণীকে যানজট মুক্ত করার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে। ত্রিবেণীতে সারা বছরই বহু মানুষের সমাগম হয়। রেল ও জেলা প্রশাসনের আধিকারিকরা এলাকা পরিদর্শন করেছেন। রেল যে জায়গা সীমানা নির্ধারণ করেছে সেখানে কাজ হবে। কাজ যখন চলবে তখন মানুষের যাতায়াতের যাতে সমস্যা না হয় সেটাও দেখতে হবে। ত্রিবেণীতে যানজট কাটাতে রেল ওভার ব্রিজের প্রস্তাব পুরসভার।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tribeni Railway Over Bridge: শেষ হতে চলেছে জ্যামে ফাঁসার দিন, এবার স্যাট করে পৌঁছন যাবে ত্রিবেণী! বিরাট পদক্ষেপ নিচ্ছে প্রশাসন, রেল
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement