অভিনব ঋণমেলা, জেলায় মিলল ১০ কোটি টাকার ঋনের অনুমতি পত্র
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- hyperlocal
- Published by:Suman Majumder
Last Updated:
জীবনে অনেক মেলার নাম শুনেছেন। কিন্তু ঋনমেলা শুনেছেন কখনও!
রায়দিঘি: জীবনে অনেক মেলার নাম শুনেছেন। কিন্তু ঋণমেলা শুনেছেন কখনও? না শুনে থাকলেও এটাই সত্যি। রায়দিঘিতে আয়োজিত হয়েছে এই ঋণমেলা। যেখান থেকে দেওয়া হয়েছে ঋন।
এই ঋনমেলা থেকে দক্ষিণ ২৪ পরগণার ১০ কোটি টাকার ঋণের অনুমতি পত্র তুলে দেওয়া হয়েছে। জেলার ২৫ টি ব্লক থেকে মানুষজন সেখানে আসেন। তবে সংখ্যালঘু সম্প্রদায় ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য আয়োজিত হয়েছিল এই ঋণমেলা।
এই ঋণমেলায় উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। অতিরিক্ত জেলাশাসক অদিতি চৌধুরী, মহাকুমাশাসক অঞ্জন ঘোষ-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
advertisement
advertisement
আরও পড়ুন- তলিয়ে গেল বাঁশের সেতু! বাঁধ ভেঙে প্লাবিত গ্রাম, আতঙ্ক এলাকায়
মেয়াদি ঋন দেওয়া হয়েছে এই ঋন মেলা থেকে। এই ঋণ মেলা থেকে ঐক্যশ্রী প্রকল্পে মেধাবীদের জন্য চেক তুলে দেওয়া হয়েছিল। রাজ্যের সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দফতরের উদ্যোগে জেলা সংখ্যালঘু উন্নয়ন দফতর ও সংখ্যালঘু বিত্ত নিগমের ব্যবস্থাপনায় এই ঋণমেলার আয়োজন করা হয়েছিল।
advertisement
এই ঋণমেলা নিয়ে সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানান, নারী ক্ষমতায়ন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগে থেকেই চিন্তাভাবনা শুরু করেছেন। সেই জন্য স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আরও বেশি করে উৎসাহ দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Sep 24, 2023 7:38 PM IST










