Weird News: দিব্যি চলে ফিরে বেড়াচ্ছেন, কিন্তু সরকারি খাতা খুলতেই 'ডেড'! বাবার মতো ছেলেকেও এভাবে মেরে ফেলা হল, ভাবতেই চোখ কপালে

Last Updated:

ঘটনাটি উত্তর ২৪ পরগনার অন্তর্গত শ্যামনগর কাউগাছি এলাকার বাসিন্দা কার্তিক চন্দ্র সিংহ রায় জীবিত না মৃত এই প্রশ্নেই শোরগোল!

+
জলজ্যান্ত

জলজ্যান্ত মানুষ সরকারি খাতায় মৃত! কারণ জানলে অবাক হবেন

শ্যামনগর, উত্তর ২৪ পরগনা: ভুয়ো শংসাপত্র নিয়ে চোখ কপালে সিংহ রায় পরিবারের। কেন জানেন? সরাসরি জ্যান্ত মানুষ যখন মৃতের খাতায় নাম লেখান তখন পরিবারের দশা হয় ঠিক এইরকম। ঘটনাটি উত্তর ২৪ পরগনার অন্তর্গত শ্যামনগর কাউগাছি এলাকার বাসিন্দা কার্তিক চন্দ্র সিংহ রায় জীবিত না মৃত এই প্রশ্নেই শোরগোল!
হঠাৎ তাঁর পুত্র জানতে পারেন সরকারি খাতায় তার পিতা মৃত। যা দেখে রীতিমত চোখ কপালে ওঠে সিংহ রায় পরিবারের। প্রসঙ্গত কোভিড পরিস্থিতিতে কার্তিক বাবুর দাদা নিমাই চন্দ্র সিংহ রায় মারা গিয়েছিলেন সেই সময় নিমাই বাবুর পরিবারের তরফ থেকে কার্তিক চন্দ্র সিংহের নামে মৃত শংসাপত্র বের করার অভিযোগ ওঠে।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
advertisement
কার্তিক বাবুর পরিবারের দাবি বর্তমান পরিস্থিতিতে বেশকিছু পৈত্রিক সম্পত্তি বিক্রি করার সময় দেখা যায় কার্তিক বাবু ও তার দাদা নিমাই বাবু দুজনেই সরকারি খাতায় মৃত। সেই জায়গায় দাঁড়িয়ে কার্তিক বাবুর পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে ভুয়ো শংসাপত্র দেখিয়ে তাদের পৈত্রিক সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
advertisement
আদতে কার্তিক চন্দ্র সিংহ রায় এখনও পর্যন্ত জীবিত অবস্থাতেই রয়েছেন ইতিমধ্যেই এমন চোখ কপালে তোলা ঘটনা নিয়েই স্থানীয় বাসুদেবপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে পরিবারের তরফে । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাসুদেবপুর থানার পুলিশ। এই বিষয় নিয়ে কাউগাছি এক পঞ্চায়েতের উপপ্রধান জানান, জীবিত ব্যক্তির মৃত শংসাপত্র আমাদের পঞ্চায়েত দেয়নি। কোথা থেকে এই শংসাপত্র এসেছে সেই দায় আমাদের নয়। তবে বিষয়টি নজরে রাখা হবে।
advertisement
শুভজিৎ সরকার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Weird News: দিব্যি চলে ফিরে বেড়াচ্ছেন, কিন্তু সরকারি খাতা খুলতেই 'ডেড'! বাবার মতো ছেলেকেও এভাবে মেরে ফেলা হল, ভাবতেই চোখ কপালে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement