Livelihood Crisis: কাঁসা-পিতলের বাসন আর কেউ কেনে না, ভবিষ্যৎ নিয়ে চিন্তায় রাউতরা
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
বর্তমানে অ্যালুমনিয়াম এবং প্লাস্টিক ফাইবারের ব্যবহারে কাঁসা-পিতলের চাহিদায় ভাটা পড়েছে। শুধুমাত্র বিয়ে বা পুজো-আচ্চা ছাড়া পিতল-কাঁসার ব্যবহার একদমই নেই বললেই চলে
হুগলি: বছরের পর বছর ধরে পিতলের কলসি তৈরি করছেন এখানকার বাসিন্দারা। গোঘাটের বালি পঞ্চায়েতের রাউত পরিবারগুলি বংশপরম্পরায় নিজেদের বাড়িতে তৈরি করেন পিতলের কলসি। একসময় এগুলোর বিশাল চাহিদা ছিল। কিন্তু বর্তমানে সস্তার আধুনিক সব বাসন-কোসন এসে কাঁসা-পিতলের ব্যবহার কমে গিয়েছে। ফলে কীভাবে রোজগার হবে সেই নিয়েই চিন্তায় কারিগররা।
বর্তমানে অ্যালুমনিয়াম এবং প্লাস্টিক ফাইবারের ব্যবহারে কাঁসা-পিতলের চাহিদায় ভাটা পড়েছে। শুধুমাত্র বিয়ে বা পুজো-আচ্চা ছাড়া পিতল-কাঁসার ব্যবহার একদমই নেই বললেই চলে। যার ফলে বাড়ি থেকে তৈরি করে বিক্রি করতে গেলে বাজারে খুব একটা দাম এবং মজুরি পাচ্ছেন না হুগলির এই বাসন কারিগররা। বিক্রি বাটা কমে যাওয়া সংসারের রুটি রুজিতে টান পড়েছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
যতদিন দিন আসছে ততই এই শিল্পের চাহিদা কমে যাচ্ছে। ছোট থেকেই এই কাজে হাত পাকিয়েছেন তাঁরা। ফলে এখন অন্য কিছু করতে যাওয়াটাও সহজ ব্যাপার নয়। এই পরিস্থিতিতে আগামী দিনে কীভাবে সংসার চলবে সেটাই বুঝে উঠতে পারছেন না কাঁসা পিতলের বাসন তৈরির কারিগর এবং এর সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা।
advertisement
শুভজিৎ ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 28, 2024 12:07 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Livelihood Crisis: কাঁসা-পিতলের বাসন আর কেউ কেনে না, ভবিষ্যৎ নিয়ে চিন্তায় রাউতরা