Fire Cracker: বাজি তৈরিতে সামান্য সতর্কতাই এনে দিতে পারে সুরক্ষা! চলছে সঠিক পদ্ধতির শিক্ষা
- Published by:Sipra Roy
- hyperlocal
Last Updated:
সামান্য ভুল বা একটু অসতর্কতার জন্য বড় বিপদ! আতসবাজি তৈরির সময় সতর্ক থাকলেই এই বিপদ এড়ানো যাবে। সচেতনতা শিবির করতে চলেছে রাজ্য সরকারের ডাইরেক্টরিস অফ ফ্যাক্টরি।
মহেশতলা: এবার বাজি তৈরির সময় আর যাতে কোনও দুর্ঘটনা না ঘটে তার জন্য রাজ্যজুড়ে সচেতনতা শিবির করতে চলেছে রাজ্য সরকারের ডাইরেক্টরিস অফ ফ্যাক্টরি। মূলত এই ব্যবসায়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের জীবনহানি ও সম্পত্তিহানি এড়াতেই এই কর্মসূচিগুলি নেওয়া হচ্ছে।
বিগত দিনগুলিতে দেখা গিয়েছে এই সমস্ত ক্ষেত্রে সামান্য ভুল বা একটু অসতর্কতার জন্য বড় বিপদ এসেছে। ফলে আতসবাজি তৈরির সময় সতর্ক থাকলেই এই বিপদ এড়ানো যাবে। এ নিয়ে বাজি ব্যবসায়ী সমিতির সমিতির সম্পাদক শুকদেব নস্কর জানান, এই ধরণের কর্মসূচি গুলিতে যারা অংশগ্রহণ করেন না দেখা গিয়েছে তারাই দুর্ঘটনার সম্মুখীন হন। এই কর্মসূচিতে সঠিক পদ্ধতি শেখানো হয়। আগামী দিনে রাজ্যজুড়ে এই কর্মসূচি চলবে।
advertisement
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
রাজ্যের মধ্যে যেখানে যেখানে বাজি তৈরি হয়, সেখানেই এই কর্মসূচিগুলি হবে। এখান থেকে শিক্ষা নিলে দুর্ঘটনার হার কমবে। বর্তমানে অগ্নিনির্বাপণ সংক্রান্ত যে সমস্ত অনুমোদন লাগে সেগুলি দেখার কাজ চলছে। আসলে এই পেশার সঙ্গে রাজ্যজুড়ে কয়েক লক্ষ মানুষের রুটি-রুজি জড়িয়ে রয়েছে। উৎসবের মরশুমে আতশবাজির খোঁজ প্রায় সকলেই করেন। ফলে এই আতসবাজি শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু সাবধানতার সঙ্গে কাজ করলে সমস্ত বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 28, 2025 4:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fire Cracker: বাজি তৈরিতে সামান্য সতর্কতাই এনে দিতে পারে সুরক্ষা! চলছে সঠিক পদ্ধতির শিক্ষা







