Motivational Story: UPSC পাশ করে ঠান্ডা ঘরের চাকরি নয়, বাবার পথেই দেশের সেবা করবেন, আর্মির লেফটেন্যান্ট পদে যোগ সাগরের এই ছেলের

Last Updated:

Like Father Like Son: ইউ পিএস সি পাশ করেও বাবার পথেই ছেলে! সাগরে শোভা‌যাত্রা শুভেন্দুকে নিয়ে

+
সাগরে

সাগরে ফিরেছেন শুভেন্দু 

গঙ্গাসাগর: ইউপিএসসির মত বড় পরীক্ষায় সাফল্য অর্জন করে হাতছানি ছিল অন্য জায়গায় লোভনীয় কাজ করার। কিন্তু দেশকে ভালবেসে সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে যোগ দিলেন সাগরের শুভেন্দু মাইতি।
২৪ বছর বয়সে ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট হয়েছেন সাগরের শুভেন্দু মাইতি। তিনি সাগরের হরিণবাড়ির বাসিন্দা। ঘরের ছেলে লেফটেন্যান্ট হয়েছে, এই খবরে খুশির হাওয়া বইছে হরিণবাড়িতে।
আইএমএ ট্রেনিং সমাপ্ত করে নিজের বাড়তে ফেরার সঙ্গে সঙ্গেই এলাকার বাসিন্দারা তাঁকে ঘিরে উচ্ছ্বাসে মাতেন। রুদ্রনগরে গিয়ে তাঁকে সম্মান জানানো হয়। এরপর একটি শোভাযাত্রা বের করা হয়।
advertisement
advertisement
শুভেন্দুবাবুর বাবা দেবাশীষ মাইতিও ছিলেন সেনাবাহিনীর সদস্য। তিনি ভারতের অবসরপ্রাপ্ত সুবেদার। বাবাকে দেখে ছোটবেলা থেকেই সেনায় যোগ দেওয়ার আগ্রহ ছিল শুভেন্দুর।
শুভেন্দু মাইতি জানান, ‘ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশসেবার স্বপ্ন দেখতাম। স্বপ্ন আজ পূরণ হয়েছে। আশা রাখছি, আমার সাফল্য আগামী দিনে যুব সমাজের ইচ্ছাশক্তি বাড়িয়ে তুলবে। সাগরদ্বীপের যুবকরা সেনায় যোগ দিতে এগিয়ে আসবেন। দেশ সুরক্ষিত থাকলে শান্তিতে থাকবে দেশবাসী।’
advertisement
সাগরদ্বীপ থেকে এত বড় জায়গায় স্থানীয় ছেলের সুযোগ আসায় স্থানীয়রা খুবই খুশি। আগামীদিনে আরও অনেক প্রতিভা এমন করে উঠে আসুক এটাই চাইছেন সকলে।
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Motivational Story: UPSC পাশ করে ঠান্ডা ঘরের চাকরি নয়, বাবার পথেই দেশের সেবা করবেন, আর্মির লেফটেন্যান্ট পদে যোগ সাগরের এই ছেলের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement