Lightening: বিকট আওয়াজ, তারপরেই...স্কুলের মধ্যে গাছে বজ্রপাত! ২০ জন পড়ুয়া আহত, পুরো ঘটনা জানলে শিউরে উঠবেন

Last Updated:

Thunder: ডোমকলের ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ের ভেতরে একটি গাছ রয়েছে। সেই গাছেই সজোরে বাজ পড়ে। তাতেই প্রায় ২০ জনেরও বেশি স্কুল ছাত্রছাত্রী আহত হয়। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে।

বিকট আওয়াজ, তারপরেই...স্কুলের মধ্যে গাছে বজ্রপাত! ২০ জন পড়ুয়া আহত, ভয়ঙ্কর কাণ্ড
বিকট আওয়াজ, তারপরেই...স্কুলের মধ্যে গাছে বজ্রপাত! ২০ জন পড়ুয়া আহত, ভয়ঙ্কর কাণ্ড
মুর্শিদাবাদ: একদিকে উত্তরবঙ্গে ভারী বর্ষণে ভাসছে পাহাড় ।অন্যদিকে সামান্য বৃষ্টি আর তার সঙ্গে বজ্রপাতে ঘটে গেল মর্মান্তিক পরিনতি। একসঙ্গে স্কুলের ২০জন পড়ুয়া আহত হয়ে হাসপাতালে ভর্তি হলেন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলে।
ডোমকলের ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ের ভেতরে একটি গাছ রয়েছে। সেই গাছেই সজোরে বাজ পড়ে। তাতেই প্রায় ২০ জনেরও বেশি স্কুল ছাত্রছাত্রী আহত হয়। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে।
advertisement
advertisement
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আঁতকে ওঠার মতো দৃশ্য দেখা যায় মুর্শিদাবাদের ডোমকল হাসপাতাল চত্বরে। স্কুলের ইউনিফর্ম পড়া অবস্থায় একের পর এক স্কুল পড়ুয়াকে ছেলে মেয়েকে কোলে তুলে নিয়ে ছুটতে ছুটতে হাসপাতালে এসে ঢোকেন অভিভাবক, আত্মীয়, এলাকার লোকজন। সেখানেই জানা যায় এই ঘটনার কথা।
এও জানা গিয়েছে, এদিন দুপুরে তুমুল বৃষ্টি শুরু হয় জেলার একাধিক জায়গায়। সঙ্গে প্রবল বজ্রপাত। ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ের ভিতর একটি গাছ রয়েছে। সেই গাছেই পড়ে সজোরে বাজ। তাতেই প্রায় ২০ জনেরও বেশি স্কুল ছাত্রছাত্রী আহত হয়।
advertisement
তবে আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনার খবর পেয়েই হাসপাতালে পৌঁছান ডোমকল থানার আইসি ও শিক্ষিকরাও। আহত ছাত্ররা জানান, বাজ পড়ার আওয়াজ এতটাই ছিল যে আমাদের চোখের সামনে পড়তেই অজ্ঞান হয়ে পড়ি।’’
advertisement
পরে শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তড়িঘড়ি উদ্ধার করে ডোমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, স্কুল চত্বরে একটি প্রাচীন গাছ রয়েছে। আর বৃষ্টি হতেই সেই গাছের মধ্যেই পড়ে বাজ। আর তাতেই প্রায় ২০জনের বেশি পড়ুয়া আহত হন। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হলেও সকলের অবস্থা স্হিতিশীল রয়েছে।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lightening: বিকট আওয়াজ, তারপরেই...স্কুলের মধ্যে গাছে বজ্রপাত! ২০ জন পড়ুয়া আহত, পুরো ঘটনা জানলে শিউরে উঠবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement