Hooghly News: দর্শনীয় স্থানের ইতিহাস লেখা হোক ব্রেইল পদ্ধতিতেও দাবি শ্রীরামপুর চক্ষু সেবা কেন্দ্রর
- Published by:sipra roy
- hyperlocal
- Reported by:RAHI HALDAR
Last Updated:
শ্রীরামপুর চক্ষু সেবা কেন্দ্রর দাবি প্রতি টি দর্শনীয় স্থানে ব্রেইল পদ্ধিতে লেখা হোক সেখাকার ইতিহাস। ইমামবাড়া, ব্যান্ডেল চার্চে এই মর্মে লিখিত ভাবে আবেদন জানান শ্রীরামপুর চক্ষু সেবা কেন্দ্রের সদস্যরা।
হুগলি: যারা দৃষ্টিহীন তারাও উপভোগ করুক প্রকিতিক সৌন্দর্য থেকে ঐতিহাসিক স্থাপত্য। এই উদ্দেশে করা হল আবেদন। হুগলি জেলার কোনায় কোনায় রয়েছে ইতিহাসের ছোঁয়া। কিন্তু যারা দেখতে পান না তারা কোনো দর্শনীয় স্থানে গেলে কী ভাবে সেখান কার ইতিহাস জানবেন! তার জন্যেই অভিনব প্রচেষ্টা শ্রীরামপুর চক্ষু সেবা কেন্দ্রর। তাদের দাবি প্রতি টি দর্শনীয় স্থানে ব্রেইল পদ্ধতিতে লেখা হোক সেখানকার ইতিহাস। ইমামবাড়া, ব্যান্ডেল চার্চে এই মর্মে লিখিত ভাবে আবেদন জানান শ্রীরামপুর চক্ষু সেবা কেন্দ্রের সদস্যরা।
শ্রীরামপুর চক্ষু সেবা কেন্দ্রের সদস্য তারকনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, কলকাতা তথা এ রাজ্যের দর্শনীয় ঐতিহাসিক জায়গা গুলো যেমন, চিড়িয়াখানা,কলকাতা মিউজিয়াম, বিড়লা তারা মন্ডল, ইমামবাড়া, ব্যান্ডেল চার্চ, দক্ষিনেশ্বর মন্দির, বেলুর মঠের মত নানা দর্শনীয় স্থানে ব্রেইলে লেখা থাকায় দৃষ্টিহীনদের পড়ে বুঝতে সুবিধা হয়। তারকনাথ বাবু আরও বলেন, শ্রীরামপুর চক্ষু সেবা কেন্দ্র গত ৩৮ বছর ধরে মরণোত্তর চক্ষুদান নিয়ে কাজ করে চলেছে। এখনও পর্যন্ত সাত হাজার কর্নিয়া সংগ্রহ করে মেডিকেল কলেজে জমা দিয়েছে। যা দিয়ে অনেক মানুষ দৃষ্টি শক্তি ফিরে পেয়েছেন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
যাদের চোখে আলো নেই অথচ ব্রেইল এর মাধ্যমে পড়তে পারেন তাদের জন্য দর্শনীয় স্থান গুলোতে গিয়ে অনুরোধ করছে চক্ষু সেবা কেন্দ্র। সেবা কেন্দ্রের অন্যতম সদস্য সিদাম সাহা বলেন,আজ ইমামবাড়া ও ব্যান্ডেল চার্চে চিঠি দিয়ে কর্তৃপক্ষকে অনুরোধ করলাম। যাতে দৃষ্টিহীনদের জন্য তারা ভাবেন।
advertisement
রাহী হালদার
Location :
Kolkata,West Bengal
First Published :
March 20, 2024 5:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: দর্শনীয় স্থানের ইতিহাস লেখা হোক ব্রেইল পদ্ধতিতেও দাবি শ্রীরামপুর চক্ষু সেবা কেন্দ্রর