Purulia News : কোটশিলা বনাঞ্চলে চিতাবাঘের সংসার , কী পদক্ষেপ গ্রহণ করছে বনবিভাগ!

Last Updated:

চিতাবাঘের ভরা সংসার কোটশিলার জঙ্গলে , শুনুন কী বলছেন ডি এফ ও!

+
কোটশিলায়

কোটশিলায় চিতাবাঘ

শর্মিষ্ঠা ব্যানার্জি, পুরুলিয়া : ঘন জঙ্গলের মাঝে সাজিয়ে গুছিয়ে সংসার পেতেছে চিতা বাঘ। পুরুলিয়ার কোটশিলা বনাঞ্চলে এখন চিতা বাঘের  ভরা সংসার। ‌একটা দুটো নয় পাঁচ পাঁচটি চিতাবাঘ রয়েছে বলে জানিয়েছে বনদফতর।‌ সম্প্রতি বনদফতরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে দুই চিতা বাঘের ছবি। এই প্রথমবার পুরুলিয়ায় একসঙ্গে স্ত্রী ও পুরুষ জোড়া চিতাবাঘের ছবি ধরা পড়ল বনবিভাগের ট্র্যাপ ক্যামেরায়। বনদফতর থেকে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সাধারণ মানুষের সুরক্ষার্থে।
এ বিষয়ে পুরুলিয়া বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, ট্র্যাপ ক্যামেরার সংখ্যা বাড়ান হবে কোটশিলা বনাঞ্চলে। ‌ সাধারণ ড্রোনের পাশাপাশি থার্মাল ড্রোনের মাধ্যমে নজরদারি চলবে , যাতে রাতের বেলাতেও চিতা বাঘের মুভমেন্ট বোঝা যেতে পারে। ‌
এছাড়াও তিনি আরও বলেন , বনদফতরের পক্ষ থেকে যে ভিডিও দেওয়া হয়েছে সেটা বেশ কিছু মাস আগের ভিডিও। মূলত চিতা বাঘের সুরক্ষার কথা চিন্তা করেই পুরনো ভিডিও দেওয়া হয়েছে। ভিডিওতে যে দুটি চিতা বাঘকে দেখা গিয়েছে সেগুলি তিন বছর আগের ওই জঙ্গলে জন্ম নেওয়া চিতা শাবক। তারাই বড় হয়ে উঠেছে।
advertisement
advertisement
কোটাশিলা বনাঞ্চলে চিতাবাঘের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় খুশির হাওয়া সর্বত্র। বনাঞ্চল বৃদ্ধি পাওয়ার ফলে বাঘের সংখ্যা বেড়েছে বলে মনে করছেন স্থানীয় এলাকার মানুষরা। ‌বনাঞ্চল সমৃদ্ধ হওয়ায় কোটশিলা বনাঞ্চলে ধীরে, ধীরে চিতার সংসার গড়ে উঠেছে।‌ বন্যপ্রাণ ও মানুষের সহাবস্থান গড়ে উঠেছে ওই এলাকায়। ‌
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News : কোটশিলা বনাঞ্চলে চিতাবাঘের সংসার , কী পদক্ষেপ গ্রহণ করছে বনবিভাগ!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement