Bangla News | Leopard Missing: ডিয়ার পার্ক থেকে পালাল চিতাবাঘ, চরম আতঙ্কে গোটা ঝাড়গ্রাম!

Last Updated:

জঙ্গলমহল ডিয়ার পার্ক বা ঝাড়গ্রাম ডিয়ার পার্ক (Jhargram Deer Park) থেকে সিসি ক্যামেরায় ধুলো দিয়ে পালিয়ে গেল একটি লেপার্ড বা চিতাবাঘ (Bangla News | Leopard Missing)।

ডিয়ার পার্ক থেকে পালাল চিতাবাঘ, চরম আতঙ্কে গোটা ঝাড়গ্রাম!
ডিয়ার পার্ক থেকে পালাল চিতাবাঘ, চরম আতঙ্কে গোটা ঝাড়গ্রাম!
#ঝাড়গ্রাম: জঙ্গলমহল ডিয়ার পার্ক বা ঝাড়গ্রাম ডিয়ার পার্ক (Jhargram Deer Park) থেকে সিসি ক্যামেরায় ধুলো দিয়ে পালিয়ে গেল একটি লেপার্ড বা চিতাবাঘ (Bangla News | Leopard Missing)। ঝাড়গ্রাম জেলা পুলিশ প্রশাসন ও বনদপ্তরের তরফে চালানো হচ্ছে জোর তল্লাশি (Bangla News | Leopard Missing)। শহর জুড়ে সতর্ক করে মাইকিং চলছে। এখনও খোঁজ মেলেনি এই চিতাবাঘটির। তার নাম অশ্বিনী (Bangla News | Leopard Missing)।
চিতার খাঁচা জুড়ে ক্যামেরা লাগানো থাকলেও এখনো পর্যন্ত চিতার কোনও খোঁজ পাওয়া যায়নি। এদিকে পুজোর বাজারের জন্য রাস্তায় ভিড়। দু'দিকে শাল জঙ্গল। সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে ডিএফও-র তরফ থেকে। সাধারণ মানুষের অভিযোগ, এই চিড়িয়াখানা এখনও ঝাড়গ্রাম বনদপ্তরের অধীনে। চিড়িয়াখানা থেকে মাত্র ৩ কিমি দূরে ডিএফও অফিস। তবুও, অনেক দেরিতে তৎপরতা দেখা গেছে। বাঘের খোঁজ তো দূরের কথা, কী করে ধরা হবে তারও কোনও ব্যবস্থা গ্রহণ হয়নি দ্রুত! এদিকে, চরম আতঙ্কে ডিয়ার পার্ক সংলগ্ন এলাকার দোকান এবং গ্রামের মানুষ। পাশেই পুলিশ লাইন সেখানেও আতঙ্ক ছড়িয়েছে।
advertisement
এ বিষয়ে ঝাড়গ্রামের বিধায়ক তথা রাজ্যের বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, খবর পেয়ে বিষয়টি খোঁজখবর নিয়ে জেনেছি একটি চিতাবাঘ পালিয়ে গেছে। কিন্তু জ্যুলজিক্যাল পার্কের মধ্যে খাঁচার ভেতর থেকে কীভাবে পালাল, তা তদন্ত করে দেখা হবে। ওই চিতাবাঘটির সন্ধানে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। অন্যদিকে, ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘ডিয়ার পার্ক থেকে একটি চিতাবাঘ পালিয়ে গিয়েছে। তার সন্ধানে তল্লাশি শুরু হয়েছে পাশাপাশি সাধারণ মানুষদেরও সতর্ক ও সাবধান করে মাইকিং করে প্রচার চালানো হচ্ছে।
advertisement
advertisement
রাজ্যের প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণ) দেবল রায় সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ঝাড়গ্রাম মিনি জুর দুটি চিতাবাঘের মধ্যে একটি বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ খাঁচা থেকে পালিয়ে যায়। জানা গেছে ঐ খাঁচার কিছু মেরামতির কাজ হচ্ছিল। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, মেরামতিতে ত্রুটির জন্য হয়তো কিছুটা ফাঁক থেকে গিয়েছিল। সেখান থেকেই চিতাবাঘটি পালিয়ে যেতে পারে। তবে পলাতক চিতাবাঘটির খোঁজে এলাকায় তল্লাশি চালানো শুরু হয়েছে বনদপ্তরের পক্ষ থেকে।
advertisement
পার্থ মুখোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News | Leopard Missing: ডিয়ার পার্ক থেকে পালাল চিতাবাঘ, চরম আতঙ্কে গোটা ঝাড়গ্রাম!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement