lemon price: ১০ টাকায় একটা পাতি লেবু ! লেবু আর পাতি নয় ! আকাশ ছোঁয়া দাম বাজারে ! কেন? জানুন
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
lemon price: যেখানে দশ টাকায় তিনটে লেবু পাওয়া যেত! সেখানে মাত্র একটা! কেন এত দাম বাড়ছে পাতি লেবুর? জানুন
#হুগলি: বাজার করতে গিয়ে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। জ্বালানির পর মহার্ঘ পাতিলেবু। আগে ১০ টাকায় তিনটি লেবু পাওয়া যেত, সেখানে এখন মিলছে মাত্র একটি। ফলে পাতিলেবুকে আর পাতি বলা যাচ্ছে না। হুগলি জেলার কোন্নগরের বিভিন্ন বাজারে ঘুরে জানা গেল, বাটা বাজারে পাতি লেবু বিক্রি হচ্ছে জোড়া ১৬ টাকায়। মনসাতলা বাজারে জোড়া ১৫ টাকা। কোন্নগর স্টেশন বাজারে ১৪ টাকা। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে হোটেলে পাতে মিলছে না পাতিলেবু৷ লেবুর জন্য দিতে হচ্ছে বাড়তি পয়সা৷ যারা নিজের বাড়িতে ডালের সঙ্গে একটু লেবু মেখে ভাত খেতেন, তাদের অবস্থাও শোচনীয়৷
বাজারে গিয়ে জানা গেল, গরমে লেবুর যে চাহিদা, তার তুলনায় জোগান কম৷ তাছাড়া চাষিদের কথায় লেবুর ফলন এবার কম হয়েছে৷ তাই লেবুর দাম আকাশ ছোঁয়া৷ তার ওপরে পেট্রোল-ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে পরিবহন খরচ বেড়েছে৷ বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, যেখানে তাঁরা আগে পাইকারি বাজার থেকে ১০০ পিস পাতিলেবু ২৫০-৩০০ টাকায় কিনতেন, সেখানে এখন পাইকারি দাম দাঁড়িয়েছে ৭৫০ থেকে ৮০০ টাকা। ফলে খুচরা বাজারে বেশি দামে বিক্রি করতে হচ্ছে পাতিলেবু৷
advertisement
advertisement
বাজারে মূল্যবৃদ্ধির জেরে জেরবার সাধারণ মানুষ৷ তার প্রভাব পড়েছে রান্নাঘরে। তাছাড়া ভাতের হোটেলের গায়ে লেখা রয়েছে, 'লঙ্কা নিন যত খুশি, লেবু চাইলে লবডঙ্কা'৷ কথায় আছে, ফেল কড়ি মাখো তেল৷ ভাতের হোটেলে এখন অতিরিক্ত পয়সা দিলেই মিলছে লেবু৷ যা আগে বিনাপয়সায় পাওয়া যেত৷ ভিটামিন সি-এর উৎস হিসেবে পাতিলেবুর উপকারীতার কথা কে না জানে৷ এছাড়া লেবুর অন্যান্য কার্যকারিতাও রয়েছে৷ ফলে অনেকেরই খাবারের পাতে একটু লেবু না হলে যেন মন ভরে না৷
advertisement
Rahi Haldar
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 19, 2022 9:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
lemon price: ১০ টাকায় একটা পাতি লেবু ! লেবু আর পাতি নয় ! আকাশ ছোঁয়া দাম বাজারে ! কেন? জানুন