Lok Sabha Election 2024: লালেদের পছন্দ যখন সবুজ! ভোট প্রচারে এসে অভিনব বার্তা বাম কর্মীদের

Last Updated:

Lok Sabha Election 2024: এ দিন স্থানীয় এলাকাতে গাছ লাগিয়ে প্রচারের উদ্দেশ্যে রওনা দেন বাম প্রার্থী অলকেশ দাস

ভোট প্রচারে এসে গাছ লাগানোর বার্তা বাম কর্মীদের
ভোট প্রচারে এসে গাছ লাগানোর বার্তা বাম কর্মীদের
নদিয়া: লালেদেরও পছন্দ সবুজ! তাই বৃক্ষরোপনের মধ্যে দিয়ে পরিবেশের বার্তা দিয়ে বাম প্রার্থী প্রাক্তন সাংসদ অলকেশ দাসের ভোট প্রচার প্রখর রোদ্রে। রাজ্যের একমাত্র বাম পরিচালিত পুরসভা নদিয়ার তাহেরপুর।
আর সেখানে ভোট প্রচার যে অন্য আর পাঁচটা সাধারণ জায়গা থেকে একটু আলাদাভাবে এটাই স্বাভাবিক।আর মাত্র দিন কয়েক পরই ভোট বামফ্রন্ট মনোনীত ও জাতীয় কংগ্রেস সমর্থিত সি.পি.আই(এম) রানাঘাট লোকসভার প্রার্থী অলকেশ দাসের ভোট প্রচার শুরু সারা তাহেরপুর জুড়ে।
আজ সকাল ৮ টা থেকে তাহেরপুর ১৩ নম্বর ওয়ার্ডে বৃক্ষ রোপণের মাধ্যমে শুরু করলেন ভোট প্রচারের কর্মসূচি। তাহেরপুর ১৩ নম্বর ওয়ার্ড থেকে পাঁচ নম্বর ওয়ার্ড পর্যন্ত চলল বর্ণাঢ্য শোভাযাত্রা উপস্থিত ছিলেন বামফ্রন্ট মনোনীত প্রার্থী অলকেশ দাস এবং নদিয়া জেলা কমিটির সদস্য সুপ্রিয় রায় ও তাহেরপুর প্রাক্তন চেয়ারম্যান ও কর্মীবৃন্দরা।
advertisement
advertisement
এদিন স্থানীয় এলাকাতে গাছ লাগিয়ে প্রচারের উদ্দেশ্যে রওনা দেন তিনি। প্রচারের ফাঁকে ফাঁকে বেশ কিছু এলাকায় ক্লাব সামাজিক সমস্যা পরিবেশ কর্মীদের গাছের চারা উপহার দিয়ে তা বড় করে তোলার অনুরোধ জানান।
যদিও বর্ষা না আসতেই প্রখর রোদে গাছ লাগানো সম্পর্কে কটাক্ষ করেছে বিজেপি প্রার্থী সাংসদ জগন্নাথ সরকার, তৃণমূল প্রার্থী মুকুটমণিপুর অধিকারীও বাঁচানো সম্পর্কে কটাক্ষ করেছেন। তবে অলকেশ দাসের মতে এটা প্রতীকি, তবে রাজ্যে শাসকদলের তৃণমূল প্রার্থী কিংবা কেন্দ্রের শাসক দল বিজেপির প্রার্থী বিরোধিতা করতেই পারেন তবে পরিবেশের কথা নিয়ে একটি শব্দ ব্যবহার করেন না কখনও।
advertisement
বর্তমানে গাছ লাগানো হচ্ছে ঠিকই তবে তা ছবিতে অথচ অতীতের বামফ্রন্ট ক্ষমতায় থাকার সময় প্রচুর পরিমাণে লাগানো গাছ এ রাজ্যে তৃণমূল কেটে উড়িয়ে সাফ করে দিচ্ছে অন্যদিকে কেন্দ্রীয় সরকার আন্তর্জাতিক পরিবেশ সংস্থা দের সঙ্গে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করলেও তা বাস্তবের মাটিতে পৌঁছাচ্ছে না।
মৈনাক দেবনাথ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: লালেদের পছন্দ যখন সবুজ! ভোট প্রচারে এসে অভিনব বার্তা বাম কর্মীদের
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement