East Bardhaman News: আদালতে নেই পর্যাপ্ত বিচারক! প্রতিবাদে ল'ক্লার্কের পেনডাউনের পর এবার আইনজীবীদের কর্মবিরতি

Last Updated:

East Bardhaman News: বর্ধমান আদালতে বিচারক সংকটের প্রতিবাদে সরব হলেন আইনজীবীরা। ল’ক্লার্কদের আগেই ঘোষিত পেন ডাউনের পর এবার বর্ধমান বার অ্যাসোসিয়েশনও মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছে।

+
কর্ম

কর্ম বিরতি 

বর্ধমান, সায়নী সরকার: বর্ধমান আদালতে বিচারক সংকটের প্রতিবাদে সরব হলেন আইনজীবীরা।ল’ক্লার্কদের আগেই ঘোষিত পেন ডাউনের পর এবার বর্ধমান বার অ্যাসোসিয়েশনও মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার বার অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় এবং তা লিখিতভাবে জেলা জজকে জানিয়ে দেওয়া হয়েছে। ল’ক্লার্করা পেন ডাউন শুরু করেছেন, আদালতের নিয়মিত কাজকর্মে তাঁরা অংশ নেননি।
ল’ক্লার্করা পেন ডাউনের পর বার অ্যাসোসিয়েশনের কর্মবিরতির সিদ্ধান্তে বিচারব্যবস্থার আরও সংকট তৈরি হয়েছে। এমনিতেই আদালতে মামলার পাহাড় জমে রয়েছে; বহু মামলা দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় বিচারপ্রার্থীরা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ।বার অ্যাসোসিয়েশনের দাবী, বেশ কয়েকটি আদালতে বিচারক নেই। দেওয়ানি একটি আদালতে বিচারক নেই। ফলে দেওয়ানি মামলার শুনানি কার্যত বন্ধ। অন্য দিকে, ফৌজদারি মামলার ক্ষেত্রেও দু’টি আদালত বহু দিন ধরে বিচারকশূন্য।এতে বিচারপ্রার্থীদের আদালতে এসে ফিরে যেতে হচ্ছে প্রতিদিনই। আইনজীবীদের অভিযোগ, বার বার হাইকোর্টে চিঠি পাঠিয়েও বিচারক নিয়োগের বিষয়ে কোনও সুরাহা হয়নি।
advertisement
advertisement
ল’ক্লার্কস অ্যাসোসিয়েশনের অভিযোগ, প্রত্যেকদিন রাত ৮টা-৯টা পর্যন্ত সিজেএম আদালতে পুলিশ ফাইলের কেসের শুনানি হচ্ছে। সিজেএমের আদালত রাত্রি পর্যন্ত খোলা থাকায় একদিকে যেমন সমস্যায় পড়ছেন বিচারপ্রার্থীরা তেমনই সমস্যায় পড়ছেন ল’ক্লার্কও। যারা স্থানীয় তারা বাড়ি ফিরতে পারলেও যাদের দূরে বাড়ি অনেকেই বাড়ি ফিরতে পারছেন না। এই সমস্যার সুরাহা না হওয়া পর্যন্ত পেন ডাউন কর্মসূচি চলবে সিদ্ধান্ত সংগঠনের। এই সিদ্ধান্তের কথা জেলা জর্জকে জানিয়ে দিয়েছেন তারা।
advertisement
এই পরিস্থিতিতে, বর্ধমান আদালতের আসা হাজার হাজার বিচারপ্রার্থী এই আশা নিয়ে অপেক্ষা করছেন যে, হাইকোর্টের হস্তক্ষেপে দ্রুত এই অচলাবস্থা কাটবে এবং বিচারপ্রার্থীরা পুনরায় আইনি পরিষেবা পাবেন।কবে ঠিক হবে এই পরিস্থিতি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: আদালতে নেই পর্যাপ্ত বিচারক! প্রতিবাদে ল'ক্লার্কের পেনডাউনের পর এবার আইনজীবীদের কর্মবিরতি
Next Article
advertisement
‘এক এক করে আমার সব সহ-অভিনেতা চলে যাচ্ছেন, এবার ধরমজিও চলে গেলেন...’, শোকাহত আশা পারেখ ভাগ করে নিলেন ধর্মেন্দ্রর স্মৃতি
এক এক করে আমার সব সহ-অভিনেতা চলে যাচ্ছেন, এবার ধরমজিও চলে গেলেন, শোকাহত আশা পারেখ
  • এক এক করে আমার সব সহ-অভিনেতা চলে যাচ্ছেন

  • এবার ধরমজিও চলে গেলেন

  • শোকাহত আশা পারেখ ভাগ করে নিলেন ধর্মেন্দ্রর স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement